২৮শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪০ পূর্বাহ্ণ, জুন ১৬, ২০১৯
দেশের প্রাচীনতম রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ ৭০ বছরে পা রাখতে যাচ্ছে। এ উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে সিলেট জেলা আওয়ামী লীগ।
শনিবার বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত বিশেষ সভায় যথাযথ মর্যাদায় দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে শোভাযাত্রা, আলোচনা সভা এবং জেলা আওয়ামী লীগের আওতাধীন প্রত্যেকটি ইউনিটে পৃথকভাবে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
সভায় বাংলাদেশ আওয়ামীলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সংবর্ধিত প্রবীণ নেতা হিসেবে কেন্দ্রীয় উপদেষ্টামন্ডলীর সদস্য অ্যাডভোকেট সৈয়দ আবু নছর ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মোদাব্বির আলীর নাম কেন্দ্রে প্রেরণের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহিত হয়।
সভার শুরুতে বর্তমান সরকার কর্তৃক ২০১৯-২০ অর্থবছরে জনবান্ধব বাজেটের ঘোষণা দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ ও অভিনন্দন জানানো হয়। পরে সিলেট জেলা আওয়ামীলীগের সদস্য রুবী ফাতেমা ইসলাম, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সদস্য জিয়াউল ইসলাম শিশু, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সদস্য আহমদ আলী ও সিলেট জেলা মহিলা লীগ নেত্রী বিভা রানী ধরের মৃত্যুতে শোকপ্রকাশ করে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। এছাড়াও বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সদস্য আহমদ আলীর খুনীদের দ্রæত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় সভায়।
সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরীর পরিচালনয় সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি, আশফাক আহমদ, অ্যাডভোকেট শাহ ফরিদ আহমদ, অ্যাডভোকেট নিজাম উদ্দিন, অধ্যক্ষ সুজাত আলী রফিক, অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, হুমায়ুন ইসলাম কামাল, অ্যাডভোকেট শাহ মশাহিদ আলী, মোহাম্মদ আলী দুলাল, অ্যাডভোকেট খোকন কুমার দত্ত, রইছ আলী, ফারুক আহমদ, নাজনীন হেসেন, মুক্তিযোদ্ধা সাদ উদ্দিন আহমদ, অ্যাডভোকেট রনজিত সরকার, কবির উদ্দিন আহমদ, এমাদ উদ্দিন মানিক, জগলু চৌধুরী, মস্তাক আহমদ পলাশ, নুরুল আমিন, মোস্তাকুর রহমান মফুর, মফিজুর রহমান বাদশা, লুৎফুর রহমান, অ্যাডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর, শহিদুর রহমান শাহিন, সামসুন্নাহার মিনু, অ্যাডভোকেট আজমল আলী, শাহাদৎ রহিম চৌধুরী, আব্দুল মুমিন চৌধুরী, আবদাল মিয়া, আবু জাহেদ প্রমুখ।
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D