সৈয়দ শামসুল হক আর নেই

প্রকাশিত: ৯:৫২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০১৬

সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার বিকাল সাড়ে ৫ টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দেশের খ্যাতিমান এই লেখক।

সৈয়দ হকের পারিবারিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

সোমবার সৈয়দ হকের অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেয়া হয়। সেখানেই আজ বিকালে তিনি মারা যান।

সৈয়দ শামসুল হক ফুসফুসের ক্যানসারে দীর্ঘদিন ধরে ভুগছিলেন। লন্ডনের রয়াল মার্সডেন হাসপাতালে ৪ মাস চিকিৎসার পর গত ২ সেপ্টেম্বর সৈয়দ শামসুল হক দেশে ফেরেন। এর আগে গত ১৫ এপ্রিল ফুসফুসের সমস্যা নিয়ে তিনি লন্ডনে যান এবং সেখানে পরীক্ষায় তার ক্যান্সার ধরা পড়ে।

উল্লেখ্য, বাংলা সাহিত্যে অসাধারণ অবদান রাখার জন্য ৮১ বছর বয়সি এই কবি ও লেখক ১৯৬৬ সালে বাংলা একাডেমি পুরস্কার, ১৯৮৪ সালে একুশে পদক এবং ২০০০ সালে স্বাধীনতা পদক লাভ করেন।

সৈয়দ শামসুল হকের সাহিত্যিক প্রতিভা কালোত্তীর্ণ। গল্প, প্রবন্ধ, উপন্যাস, কবিতা, নাটক, কাব্যনাট্য, চলচ্চিত্রসহ বাংলা সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে তিনি কালজয়ী অবদান রেখেছেন।

তার লেখা বেশ কয়েকটি বহুল পরিচিত নাটক বাংলাদেশের মঞ্চ নাটকের ইতিহাসে মাইলফলক হিসেবে বিবেচিত হয়।

সৈয়দ শামসুল হক কুড়িগ্রামে জন্মগ্রহণ করেন। কবিতা, উপন্যাস, নাটক, ছোটগল্প তথা সাহিত্যের সকল শাখায় সাবলীল পদচারণার জন্য তাকে ‘সব্যসাচী লেখক’ বলা হয়।