তামাবিলে বিজিবি-বিএসএফ সমন্বয় সভা

প্রকাশিত: ১:২৬ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০১৬

Manual8 Ad Code

গোয়াইনঘাট প্রতিনিধি : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের বিএসএফ-এর মধ্যে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে সিলেটের তামাবিল সীমান্ত সম্মেলন কেন্দ্রে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ ও সু-সম্পর্ক বজায় রাখা নিয়ে আলোচনা হয়।
সভায় বিজিবি-বিএসএফ স্কুল এন্ড কলেজের ছাত্র ছাত্রীদের ভারত-বাংলাদেশ সফরের বিষয়ে সমন্বয় সভায় প্রতিনিধিত্ব করেন বাংলাদেশের পক্ষে নোডাল অফিসার বিজিবি’র উত্তরপূর্ব রিজিওন মোহাম্মদ আতিকুর রহমানসহ ৩ সদস্যের প্রতিনিধি দল এবং ভারতের পক্ষে নোডাল অফিসার বিএসএফ মেঘালয়ের শ্রী সুশিল কুমার সহ ৩ সদস্যের প্রতিনিধি দল।
এর আগে সকালে ভারতীয় বিএসএফ’র প্রতিনিধি দল বাংলাদেশে প্রবেশ করলে বিজিবি’র পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং বিকেলে কুশল বিনিময়ের মাধ্যমে ভারতীয় প্রতিনিধি দলকে তামাবিল সীমান্ত দিয়ে বিদায় জানায় বিজিবি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual7 Ad Code