মোঃ মনিরুজ্জামান সিলেটের নতুন পুলিশ সুপার

প্রকাশিত: ৯:২৪ অপরাহ্ণ, জুলাই ২০, ২০১৬

সিলেট সংবাদ ডেস্ক : সিলেট জেলার নতুন পুলিশ সুপার হিসেবে মোঃ মনিরুজ্জামান যোগদান করেছেন। মঙ্গলবার তিনি তার নতুন কর্মস্থলে যোগ দেন। বুধবার সন্ধ্যায় জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সর্বশেষ তিনি বিশেষ পুলিশ সুপার হিসেবে এসবি- ঢাকায় সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।

মনিরুজ্জামান ১৯৭২ পটুুয়াখালী জেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন। ব্যক্তিজীবনে তিনি বিবাহিত ও দুই সন্তানের জনক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ব্যবস্থাপনা বিষয়ে মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। ২০০১ সালে ২০ তম বিসিএস-এ সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।

তিনি ইতোপূর্বে এএসপি হিসেবে পুলিশ স্টাফ কলেজ, ঢাকায়, ডিএমপির মিরপুর জোনে এসি হিসেবে এবং তেজগাঁও ও মতিঝিল জোনে এডিসি হিসেবে দায়িত্ব পালন করেন। পুলিশ সুপার হিসেবে লক্ষীপুর জেলা এবং সর্বশেষ বিশেষ পুলিশ সুপার হিসেবে এসবি, ঢাকায় সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ পুলিশে সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে তিনি ২০১১ সালে আইজিপি ব্যাজ পদকে ভূষিত হন। অত্র জেলার আইন শৃংখলা রক্ষায় তিনি সকলের সহযোগিতা ও দোয়া প্রার্থী।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট