দুর্গাপূজায় দেশজুড়ে থাকছে নিরাপত্তা ব্যবস্থা

প্রকাশিত: ১২:৫৫ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০১৬

এবারের শারদীয় দুর্গাপূজায় দেশজুড়ে থাকছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পূজা চলাকালে এবং পরের কয়েকদিনের জন্য আলাদা নিরাপত্তার পরিকল্পনা করা হয়েছে।

সোমবার পুলিশ সদর দপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা বিষয়ে এক সভায় এ তথ্য জানানো হয়।

আইজিপির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পূজা উদযাপন পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।

আইজিপি বলেন, ‘হিন্দু ধর্মাবলম্বীরা যেন উৎসবমুখর পরিবেশে ও নিরাপদে পূজা উদযাপন করতে পারে সেজন্য পুলিশকে নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। দুর্গাপূজাকে ঘিরে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। এক্ষেত্রে কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে জনগণকে সম্পৃক্ত করতে হবে।’

সভায় পুলিশ কর্মকর্তারা দুর্গাপূজার নিরাপত্তা পরিকল্পনা তুলে ধরায় সন্তোষ প্রকাশ করেছেন পূজা উদযাপন পরিষদের নেতারা।

সারাদেশে ২৯ হাজারের বেশি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের পূজায়।

সভায় র্যাপবের মহাপরিচালক বেনজীর আহমেদ, ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাপস কুমার পাল ও ঢাকা মহানগর সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক শ্যামল কুমার রায় উপস্থিত ছিলেন।