কাশ্মীরের স্বাধীনতাকামীদের সমর্থন করা আমাদের নৈতিক দায়িত্ব : জাফরুল্লাহ

প্রকাশিত: ১২:৪১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০১৬

গণ-স্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ‘কাশ্মীরের স্বাধীনতাকামীদের সমর্থন করা আমাদের নৈতিক দায়িত্ব।’

তিনি বলেন, ‘মুক্তিযোদ্ধা হিসাবে পৃথিবীর প্রতিটি মুক্তিযোদ্ধাদের বা মুক্তি সংগ্রামীদের আশ্রয় দেওয়া আমাদের যেমন নৈতিক দায়িত্ব তেমনি কাশ্মীরের স্বাধীনতাকামীদের সমর্থন করাও আমাদের নৈতিক দায়িত্ব।’

সোমবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, পূর্বঞ্চল স্বাধীন না হলে ভারত স্বাধীন হবে না।

‘বর্তমান সরকারের কাছে রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের সম্মান ও অস্তিত্ব নিরাপদ নয়’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল।

সাদেক হোসেন খোকার সম্পত্তি বাজেয়াপ্ত হওয়ার ব্যাপারে তিনি বলেন, ভবিষ্যৎ তার জায়গা তাকে ফিরিয়ে দিবে।

আয়োজক সংগঠনের সভাপতি ইশতিয়াক আজিজ উলফার সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন, বিএনপির ভাইস-চেয়ারম্যান মেজর হাফিজ উদ্দিন আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, বিএনপির যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট মুজিবুর সারোয়ার, জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদিকা শিরিন সুলতানা, জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট