সাংবাদিক আতাউস সামাদের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশিত: ১২:০৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০১৬

বরেণ্য সাংবাদিক আতাউস সামাদের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ সোমবার। ২০১২ সালের এই দিনে ৭৫ বছর বয়সে ইন্তেকাল করেন তিনি।

১৯৫৯ সালে অনার্স পরীক্ষার পর সাব-এডিটর পদে যোগ দেন দৈনিক সংবাদে। তাঁর রিপোটিংয়ে যাত্রা শুরু দৈনিক আজাদে।

১৯৬৫ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত পাকিস্তান অবজারভারের চিফ রিপোর্টারের দায়িত্ব পালন করেন আতাউস সামাদ। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ থেকে ১৯৭৬ সাল পর্যন্ত তিনি নয়াদিল্লিতে বাসসের বিশেষ সংবাদদাতা হিসেবে কাজ করেন। এ ছাড়া তিনি ১৯৮২ সাল থেকে টানা ১২ বছর বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস নিউজের বাংলাদেশ সংবাদদাতা ছিলেন। সর্বশেষ তিনি দৈনিক আমার দেশ পত্রিকার উপদেষ্টা সম্পাদক ছিলেন। এ ছাড়া তিনি সাপ্তাহিক ‘এখন’-এর সম্পাদক ছিলেন।

সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য ১৯৯২ সালে পেয়েছেন একুশে পদক। দিবসটি উপলক্ষে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচির আয়োজন করেছে।

সাংবাদিকতার পাশাপাশি আতাউস সামাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের খণ্ডকালীন শিক্ষক হিসেবেও কাজ করেন।