যুক্তরাষ্ট্র থেকে প্রধানমন্ত্রীর জরুরি ফাইল অনুমোদন

প্রকাশিত: ১১:৫৬ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০১৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া থেকে ৯টি জরুরি ফাইল অনুমোদন করেছেন।

তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের ৭১তম অধিবেশনে যোগদান শেষে এখন যুক্তরাষ্ট্র সফরের শেষ পর্যায়ে রয়েছেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম রবিবার সকালে জানান, ‘প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে অবস্থানকালে প্রয়োজনীয় সব ফাইল তার কাছে পাঠাতে তার দপ্তরকেও নির্দেশ দিয়েছেন।’

তিনি বলেন,’শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের ডিজিটাল পদক্ষেপের সুযোগ নিয়ে ফাইলগুলো প্রধানমন্ত্রীর কাছে ই-মেইল করা হয়।’

প্রধানমন্ত্রী আগামী ৩০ সেপ্টেম্বর দেশে ফিরবেন। এদিন বাংলাদেশ আওয়ামী লীগ জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের সাফল্য তুলে ধরা ও কানাডার সঙ্গে ‘ফলপ্রসূ’ দ্বিপক্ষীয় আলোচনার জন্য প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেবে।

সূত্র : বাসস