সিলেটে উপজেলা নির্বাচনের প্রতীক বরাদ্দ

প্রকাশিত: ৫:৫৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০১৯

সিলেটে উপজেলা নির্বাচনের প্রতীক বরাদ্দ

দেশে দ্বিতীয় ধাপে নির্বাচনের অন্তর্ভুক্ত সিলেট জেলার ১২টি উপজেলার প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল থেকে সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া শুরু করেন।

সকালে প্রতীক বরাদ্দ দেয়া শুরু হয়ে চলে বিকাল ৪ টা পর্যন্ত। এসময়ের জেলার মোট ১২ টি উপজেলার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়।

এদিকে প্রতীক বরাদ্দের পর থেকে প্রচার-প্রচারণা কার্যক্রম শুরু করতে আগে থেকেই অনেক প্রার্থী প্রস্তুত রেখেছিলেন মাইক সহ প্রচারণার গাড়ি। ইতোমধ্যে প্রতীক পেয়ে সকল প্রার্থী প্রচারণা শুরুও করেছেন। আবার অনেকে পোষ্টার, লিফলেট, ব্যানার ফেস্টুনসহ প্রচারণার কাজে ব্যবহারের জন্য বিভিন্ন সরঞ্জামাদি প্রস্তুত করতে দিয়েছেন।

সিলেট জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার জানান, সিলেটে উৎসবমুখর পরিবেশে সকাল থেকে প্রতীক বরাদ্দ শুরু হয়ে চলে বিকাল পর্যন্ত। প্রতীক বরাদ্দ পাওয়ার পর থেকেই আনুষ্ঠানিকভাবে প্রর্থীরা নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করতে পারবেন বলেও জানান তিনি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট