বিএনপির সকল পদ থেকে অব্যাহতি নিলেন মাজহারুল ইসলাম ডালিম

প্রকাশিত: ১০:২৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০১৯

বিএনপির সকল পদ থেকে অব্যাহতি নিলেন মাজহারুল ইসলাম ডালিম

২৭ ফেব্রুয়ারি ২০১৯, বুধবার : সিলেট সদর উপজেলা পরিষদে অংশ নিতে বিএনপি থেকে অব্যহতি নিয়েছেন মাজহারুল ইসলাম ডালিম।

তিনি বুধবার (২৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক বররাবর অব্যাহতিপত্র প্রেরণ করেছেন। ডালিম সিলেট জেলা বিএনপির উপদেষ্টার দায়িত্ব পালন করছিলেন।

অব্যহতিপত্রে ডালিম উল্লেখ করেন, ১৯৯০ সালে ছাত্রজীবন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট সরকারী কলেজ শাখার সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক, ১৯৯৬ সালে সিলেট জেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং সিলেট সদর উপজেলা শাখার সাবেক আহবায়ক ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন এবং বর্তমানে সিলেট জেলা শাখার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বিএনপি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সংঘত কারনে আসন্ন উপজেলা নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং তিনি  দলের সিদ্ধান্তের প্রতি বরাবরই অত্যন্ত শ্রদ্ধাশীল।

অনিচ্ছা সত্ত্বেও সিলেট সদর উপজেলার সর্বস্তরের জনগণের চাপে এ নির্বাচনে অংশগ্রহণ করতে হচ্ছে নিজ ইচ্ছায় বিএনপির সকল পদ থেকে অব্যহতি নিয়েছেন বলে অব্যহিতপত্রে উল্লেখ করেছেন ডালিম।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট