নগরীর তালতলায় সুপার শপে আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি

প্রকাশিত: ৬:৩১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০১৯

নগরীর তালতলায় সুপার শপে আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি

সিলেট নগরীর তালতলায় অগ্নিকান্ডে একটি সুপার শপে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার সকালে তালতলার চেইন সুপার শপ ‘বিগবাজারে’ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো প্রাণহানি হয়নি।

স্থানীয়রা জানান, সকালে তালতলার হোটেল সুফিয়ার নিচে অবস্থিত ‘বিগবাজার’ সুপার শপ থেকে ধোয়া বেরিয়ে আসতে দেখা যায়। সাথে সাথে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়।

ফায়ার সার্ভিস সিলেট স্টেশনের অফিসার শিমুল আহমদ জানান, খবর পেয়ে প্রায় ঘন্টাখানেক চেষ্ঠা আগুন নিয়ন্ত্রনে অানা হয়। আগুনে সুপার শপটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপায় হয় বলে জানান তিনি।

এদিকে তালতলায় আগুনের ঘটনায় স্থানীয় জনসাধারণ ও ব্যবসায়ীদের মাঝে আতংক ছড়িয়ে পরে। তবে আগুন অন্য দোকান ও উপরে থাকা আবাসিক হোটেলে ছড়িয়ে না পরায় এবং প্রাণহানির ঘটনা না ঘটায় স্বস্তির নিঃশ্বাস ফেলেন তারা।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট