সিলেটের আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজে ভুল প্রশ্নে এসএসসি পরীক্ষা!

প্রকাশিত: ৪:০৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০১৯

সিলেটের আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজে ভুল প্রশ্নে এসএসসি পরীক্ষা!

পরীক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকরাও দুশ্চিন্তায়

১৭ ফেব্রুয়ারি ২০১৯, রোববার : এবারের এসএসসি পরীক্ষা ২০১৯ এ চরম দায়িত্বহীনতার পরিচয় দিল সিলেট নগরীর আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজ কতৃপক্ষ। সিলেট নগরীর আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজর পরীক্ষা কেন্দ্রে ভুল প্রশ্নে পরীক্ষার্থীর পরীক্ষা নিলেও সংশোধনের কার্যকর উদ্যোগ নেয়া হচ্ছে না। শুধু বলা হচ্ছে- বোর্ডকে জানানো হবে। পরীক্ষার্থীদের কোনো ক্ষতি হবে না। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত ভুল প্রশ্নের বিষয়ে যথাযথ কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি বলে অভিযোগ উঠেছে। এমনকি যাদের কারণে শিক্ষার্থীরা বিপাকে পড়েছেন তাদের বিরুদ্ধেও গতকাল পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়া হয়নি। এ পরিস্থিতিতে পরীক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকরাও দুশ্চিন্তায় রয়েছেন।

জানা যায়, গত বৃহস্পতিবার সারা দেশের মতো সিলেট নগরীর আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষা শুরু হয়। এর মধ্যে পরীক্ষা কেন্দ্রের  পরীক্ষার্থীকে সেট নং ০৩ এর জায়গায় সেট নং ০৪ এর প্রশ্নপত্র দেয়া হয়।

বিশ্বস্ত সূত্রে বলা হয়েছে গত ১৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার (১৪/০২/১৯) ফিনান্স এন্ড ব্যাংকিং বিষয়ের পরীক্ষা সিলেট বোর্ডের অধীন সকল কেন্দ্রে সেট নং ০৩ এ পরীক্ষা গ্রহণ করা হলেও কেবল আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজ কেন্দ্রে সেট নং ০৪ এ পরীক্ষা নেয়া হয়। বিষয়টি নিয়ে অভিভাবক এবং পরীক্ষার্থীরা চরম উদ্বিগ্ন। বিষয়টি ধামা চাপা দেয়ার চেষ্টা চলছে। এ ব্যাপারে পরীক্ষার্থীদের অভিবাবকগন মাননীয় শিক্ষামন্ত্রীর সুদৃষ্টি ও সুদৃঢ় হস্তক্ষেপ কামনা করেছেন এবং অভিভাবকরা এর প্রতিকার এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জোর দাবি জানিয়েছেন।

এদিকে ভুল প্রশ্নপত্রের অনিয়মের শিকার শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলেছেন কর্তৃপক্ষের প্রতিশ্রুতিতে তারা এখনো আশ্বত্ব হতে পারছেন না। এর মাধ্যমে পরীক্ষার্থীদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে দেয়া হয়েছে।

 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট