সিলেটে দুই ড্রিংকিং ওয়াটার’সহ তিন প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ১০:২০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০১৯

সিলেটে দুই ড্রিংকিং ওয়াটার’সহ তিন প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

সিলেটে লাইসেন্স বিহীন দুটি ড্রিংকিং ওয়াটার কোম্পানীসহ তিন প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে বিএসটিআই। বুধবার বিএসটিআই আঞ্চলিক অফিসের বিশেষ অভিযানে এ মামলা করা হয়।

এর মধ্যে লাইসেন্স বিহীন ড্রিংকিং ওয়াটার পণ্য উৎপাদন/বিক্রয়/বিতরণ করায় দক্ষিণ সুরমার বরইকান্দির নিয়ামতপুরের মেসার্স অর্কিড ড্রিংকিং ওয়াটার এবং নগরীর উপশহরের মেসার্স ঝর্ণা ড্রিংকিং ওয়াটার কোম্পানীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।

এছাড়া মুড়ি পণ্যের অনুকূলে বিএসটিআই’র সিএম সনদ না থাকায় দক্ষিণ সুরমার টেকনিক্যাল রোডের মেসার্স লোকনাথ মুড়ি ফ্যাক্টরীর বিরুদ্ধেও নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএসটিআই সিলেট আঞ্চলিক অফিস প্রধান ও উপ-পরিচালক (মেট) প্রকৌশলী মো. শফিউল্লাহ খান।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট