গ্যাস সংযোগ বন্ধের প্রতিবাদে সিলেটে মানববন্ধন

প্রকাশিত: ১২:১৮ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০১৯

গ্যাস সংযোগ বন্ধের প্রতিবাদে সিলেটে মানববন্ধন

অবিলম্বে সিলেটসহ সর্বত্র গ্যাস সংযোগ চালুর দাবিত মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এক মানববন্ধন কর্মসূচি পালন করেন সিলেটের বিশিষ্ট রাজনীতিবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

গ্যাস সংযোগ বন্ধ প্রতিরোধ আন্দোলন, সিলেট আয়োজিত এ মানববন্ধনে সভাপতিত্ব করেন প্রতিরোধ আন্দোলনের আহ্বায়ক ও সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ধীরেণ সিংহ। যুগ্ম আহ্বায়ক ও বাসদ জেলা সমন্বয়ক আবু জাফর এর সঞ্চালনায় বক্তব্য রাখেন গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি ব্যারিষ্টার মো. আরশ আলী, জেলা সভাপতি মো. আরিফ মিয়া, জাসদ জেলা সাধারণ সম্পাদক কে.এ. কিবরিয়া চৌধুরী, আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, সুজন সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী।

এছাড়া উপস্থিত ছিলেন জেলা গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক জুনেদুর চৌধুরী, জাসদ মহানগর সাধারণ সম্পাদক গিয়াস আহমদ, ন্যাপ জেলা সাধারণ সম্পাদক এম.এ মতিন, সিপিবি জেলা নেতা ডা. বীরেন্দ্র চন্দ দেব, বাসদ নেতা জুবায়ের আহমদ চৌধুরী সুমন, বাসদ (মার্কসবাদী) জেলা সদস্য অ্যাডভোকেট হুমায়ুন রশীদ শোয়েব, ওয়ার্কার্স পার্টির ইন্দ্রানী সেন সম্পা, জাসদ নেতা আলা উদ্দিন আহমদ মুক্তা, বাসদ(মার্কসবাদী) সুশান্ত সিনহা সুমন, বাসদ নেতা প্রণব জ্যোতি পাল, জালালাবাদ গ্যাস কন্ট্রাকশন এসোসিয়েশন এর আমিনুর রহমান, যুব ইউনিয়ন জেলা সভাপতি খায়রুল হাসান, সাধারণ সম্পাদক নিরঞ্জন দাশ খোকন, গণতন্ত্রী পার্টির গুলজার আহমদ, আজিজুর রহমান খোকন, বাংলাদেশ ছাত্রলীগ জেলা সংসদের সভাপতি তাওহিদ এলাহী, ছাত্র ফ্রন্ট মহানগর সহ সভাপতি সঞ্জয় দাশ, ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সাধারণ সম্পাদক নাবিল এইচ, ছাত্র ফ্রন্ট মহানগরএর সঞ্জয় শর্মা প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, কোন রকম যৌক্তিক কারণ ছাড়াই নতুন গ্যাস সংযোগ বন্ধ করে রাখা হয়েছে। গ্যাস সংযোগ বন্ধের গণবিরোধী সিদ্ধান্তের ফলে সিলেট অঞ্চলের এক কোটি মানুষের জনজীবনে দুর্ভোগ-ভোগান্তি চরম আকার ধারণ করেছে। সিলেটবাসীর ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত রাখা হয়েছে শুধুমাত্র সিলিন্ডার ব্যবসায়ীদের মুনাফার স্বার্থে।

মানববন্ধনে আগামী ৯ই মার্চ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে গ্যাস সংযোগের দাবিতে গ্রাহক সমাবেশের কর্মসূচি ঘোষণা দেয়া হয়।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট