ছাতকে দুর্বৃক্তদের আগুনে পুড়লো কৃষকের ৩ ঘর

প্রকাশিত: ৫:২৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০১৯

ছাতকে দুর্বৃক্তদের আগুনে পুড়লো কৃষকের ৩ ঘর

ছাতকের পল্লীতে দুর্বৃত্তের দেয়া আগুনে ভষ্মীভুত হয়েছে কৃষকের দে‌ড়ি ও কৃষকের খড়ের ঘর। এ ঘটনায় তিনটি গরু ও ২ ব্য‌ক্তি‌ আহত হ‌য়ে‌ছেন। আহত‌দের স্থানীয় কৈতক হাসপাতা‌লে ভর্তি করা হ‌য়ে‌ছে। গরু, দে‌ড়ি ও খ‌ড়ের ঘ‌রের ভিত‌রে থাকা মালামাল ও ঘ‌রের সাম‌নে আম ও কাঠাল গাছসহ ২০টি বি‌ভিন্ন জা‌তের গাছ আগু‌নে পু‌ড়ে গে‌ছে । এ ঘটনায় জ‌ড়িতদের চি‌হিুত ক‌রে আইনানুগত ব্যবস্থা নেয়ার জোর দা‌বি ক‌রে‌ছেন গ্রামবা‌সি। তিন ঘ‌রে প্রায় সা‌ড়ে তিন লাখ টাকার মালামাল পড়ে ছাই হয়েছে।

গতকাল শুক্রবার দিবাগত মধ্য রাতে উপজেলার কালারুকা ইউনিয়নের নুরুল্লাহ পুর গ্রামে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় একই গ্রা‌মের মৃত আব্দুল হান্না‌নের পুত্র শাহাবুদ্দীন, তাজির উ‌দ্দিন ও আল্ আ‌মিনসহ ৬ জ‌নের না‌মে ইয়া‌হিয়া বাদী হ‌য়ে থানায় লি‌খিত অ‌ভি‌যোগ দা‌য়ের ক‌রে‌ছেন। অ‌ভি‌যোগের প্রেক্ষিতে পু‌লিশ ঘটনাস্থল পরিদর্শন ক‌রে‌ছে।

জানা যায়, একই গ্রা‌মের তা‌জির উ‌দ্দিনের স‌ঙ্গে বি‌রো‌ধের জের ধ‌রে ভাড়া‌টিয়া সন্ত্রাসী দি‌য়ে তা‌দের দে‌ড়ি ও খ‌ড়ের ঘ‌রে মধ্য রা‌তে আগুন দি‌য়ে পা‌লি‌য়ে গে‌ছে ব‌লে ইয়া‌হিয়া অ‌ভি‌যোগ ক‌রেন।

ভাড়াটিয়া সন্ত্রাসী দি‌য়ে কে‌রো‌সিন ঢেলে আগুন দিয়ে বছরের গো-খাদ্য পুড়িয়ে দেয়ায় গরু নিয়ে চরম বিপাকে পড়েছেন এই কৃষক পরিবার।

ক্ষতিগ্রস্থ কৃষক পরিবারের ইয়া‌হিয়া জানান, শুক্রবার রাতে বা‌ড়ির কাজ শেষ ক‌রে গো‌বিন্দগঞ্জ এলাকায় বাসায় চ‌লে যাই । গভীব রা‌তে মোবাই‌লের মাধ্যমে জান‌তে পে‌য়ে‌ছি আমার বা‌ড়ির দে‌ড়ি, গরু ও খ‌ড়ের ঘ‌রে আগুন দেয়া হ‌য়ে‌ছে । প‌রে গ্রা‌মেন অ‌নে‌কের মোবাই‌লে ফোন ক‌রে খবর জানালে গ্রামবা‌সি অ‌নেক চেষ্টা ক‌রে আগুন নিয়ন্ত্র‌নে আন‌তে পা‌রে‌নি। অব‌শেষ ঘ‌রের ভিত‌রে থাকা মালামাল পু‌ড়ে ছাই হ‌য়ে যায়। রাতে পরিবারের সকল পুরুষরাই বা‌ড়ির বাই‌রে থাকায় এ সুযোগে রাতের গভীরতায় দুস্কৃতিকারীরা শত্রুতাবশত নুরুল্লাহ পুর গ্রা‌মের মৃত হা‌জি করম উ‌দ্দি‌নের পুত্র ইয়া‌হিয়ার যৌথ ‌দে‌ড়ি, গরু ও খড়ের ঘরে আগুন ধরিয়ে দেয়। মুহুর্তের মধ্যে আগুন গোটা ঘরে ছড়িয়ে পড়লে ভয়াবহ আকার ধারন করে। প্রতিবেশীসহ বাড়ির লোকজন অনেক চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়নি। এতে তিন পরিবারের অন্তত ২০টি গরুর এক বছরের গো-খাদ্য ভস্মিভুত হয়।

গৃহকর্তা ইয়া‌হিয়া সহ বাড়ির লোকজন জানান, কে বা কারা এসব ঘ‌রে আগুন দিয়ে পালিয়ে যায়। ঘরটিতে ৩ পরিবারের ৫টি গরুর অন্তত ১বছরের গো-খাদ্য ছিল। এখন গো-খাদ্যের অভাবে গরু নিয়ে তারা বিপাকে পড়েছেন। এ ঘটনার প্রায় এক বছর আগে একইভাবে আগুন দিয়ে গো-খাদ্য পুড়িয়ে দিয়েছিল দুর্বৃত্তরা।

স্থানীয় ইউ‌পি মেম্বার ফখর উ‌দ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট