প্রশিক্ষণ নিয়ে কাজে যোগ দিলে সফলতা আসবে : কেয়া চৌধুরী

প্রকাশিত: ৫:১২ অপরাহ্ণ, জুলাই ২০, ২০১৬

নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের কায়স্থ গ্রামে এক মাস মেয়াদি পোষাক তৈরির উপর প্রশিক্ষণ কোর্সের সমাপণীতে ৩০ জন নারীর মধ্যে সনদপত্র বিতরণ করেছেন এমপি কেয়া চৌধুরী।

এসময় প্রধান অতিথির বক্তব্যে এমপি কেয়া চৌধুরী বলেছেন- “কোন কাজে যুক্ত হবার পূর্বে প্রশিক্ষণের বিকল্প নেই। প্রশিক্ষণ নিয়ে কাজে যোগদান করলে সফলতা আসবে। তাই জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেকার নারীদের কর্মমুখি করাতে প্রশিক্ষণের ব্যবস্থা করে দিয়েছেন। এ সুযোগ মিস করা যাবে না।”

তিনি বলেন- “জনত্রেনীর নেতৃত্বে দেশ সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে। এতে বাধা সৃষ্টি করতে একটি চক্র চেষ্টা চালাচ্ছে। তাদের এদেশে থাকার কোন অধিকার নেই।”

কায়স্থ গ্রাম স্কুল প্রাঙ্গণে নবীগঞ্জ উপজেলা যুব উন্নয়ন অফিস কর্তৃক আয়োজিত সনদপত্র মঙ্গলবার (১৯ জুলাই) সনদপত্র বিতরণকালে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মনিরুল ইসলাম, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি গজনাইপুর ইউনিয়নের চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, সহ-সভাপতি মুহিদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রেজভী আহমেদ খালেদ, ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ তোতা মিয়া, আওয়ামী লীগ নেতা শামীম আহমেদ, বঙ্গবন্ধু পরিষদ নেতা বানু লাল দাশ, সন্তান কমান্ড নেতা ডা. নিজামুল ইসলাম চৌধুরী রুমেল, তৌহিন রাজাসহ আওয়ামী পরিবারের নেতাকর্মী, এলাকার তৃণমূল লোকেরা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে এমপি কেয়া চৌধুরী প্রশিক্ষণ নেয়া বেকার নারীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট