নির্বাচন উপলক্ষে প্রতিটি উপজেলায় বর্ধিত সভা করবে সিলেট আ.লীগ

প্রকাশিত: ১:৫৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৯, ২০১৯

নির্বাচন উপলক্ষে প্রতিটি উপজেলায় বর্ধিত সভা করবে সিলেট আ.লীগ

আসন্ন পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন সামনে রেখে প্রতিটি উপজেলায় বর্ধিত সভা করবে সিলেট জেলা আওয়ামী লীগ। এজন্য তারিখও নির্ধারণ করে দেয়া হয়েছে। সোমবার জেলা আওয়ামী লীগের জরুরী সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমানের সভাপতিত্বে জেলা পরিষদের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সিদ্ধান্ত অনুসারে ২৯ জানুয়ারী সকাল ১১টায় কোম্পানীগঞ্জ ও বিশ্বনাথ, বিকাল ৩টায় বিয়ানীবাজারে, ৩০ জানুয়ারী সকাল ১১টায় গোলাপগঞ্জ ও কানাইঘাট, বিকাল ৪টায় জকিগঞ্জ উপজেলায়, ৩১ জানুয়ারী সকাল ১১টায় গোয়াইনঘাট, বিকাল ৩টায় সদর ও ৪টায় বালাগঞ্জ উপজেলা এবং ১ ফেব্রুয়ারি বিকাল ৩টায় দক্ষিণ সুরমা উপজেলায় বর্ধিত সভা অনুষ্ঠিত হবে।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরীর পরিচালনায় জরুরী সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মাসুক উদ্দিন আহমদ, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, এডভোকেট শাহ ফরিদ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট নিজাম উদ্দিন, অধ্যক্ষ সুজাত আলী রফিক, এডভোকেট নাসির উদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল, এডভোকেট শাহ মশাহিদ আলী, মোহাম্মদ আলী দুলাল, সম্পাদক মন্ডলীর সদস্য খোকন কুমার দত্ত, সাইফুল আলম রুহেল, হাজী রইছ আলী, এডভোকেট মাহফুজুর রহমান প্রমুখ।

সভায় প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলাম, সাবেক কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগ নেতা মকসুদ বক্স, দক্ষিন সুরমা আওয়ামী লীগ নেতা আব্দুস সালাম মর্তু, দাউদপুর ইউপি আওয়ামীলীগের সাধারণ আহমদ হোসেন খোকন, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ডা. জামিল আহমদ চৌধুরী তানিমের রুহের মাগফেরাত কামনা করে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট