জাহিদ হত্যার ঘটনায় ২ সহোদরের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

প্রকাশিত: ১২:১৯ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৬, ২০১৯

জাহিদ হত্যার ঘটনায় ২ সহোদরের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

Manual1 Ad Code

সিলেটে জাহিদ হত্যা মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে ২ সহোদর। তারা হল- হবিগঞ্জের মাধবপুর থানার মরিচপুর গ্রামের মো. হাছন আলীর ছেলে ও বর্তমানে সোনারপাড়া নবারুন এলাকার বাসিন্দা মো. ফজর আলী (১৮) ও মো. সালমান (২২)।

শুক্রবার তাদের আদালতে হাজির করা হলে ফৌ. কা. বি. ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় তারা। এছাড়া জবানবন্দিতে আসামীতে খুনের ঘটনায় জড়িত অন্যদের নামও প্রকাশ করে।

Manual7 Ad Code

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড কমিউনিটি সার্ভিস) মো. জেদান আল মূসা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

Manual8 Ad Code

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বৃহস্পতিবার (২৪ জানুয়ারী) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানাধীন ঝিগাতলা বাজার থেকে তাদের গ্রেফতার করে এসএমপির শাহপরান (রহ.) থানা পুলিশ।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ২০১৮ সালের ২৫ অক্টোবর সিলেট নগরীর উপশহর এলাকায় আবুল হোসেন জাহিদকে (১৮) পথরোধ করে গ্রেফতার ২ আসামীসহ পলাতক আসামীরা চাকু দিয়ে এলোপাথারি আঘাত করে পালিয়ে যায়। উপস্থিত লোকজন রক্তাক্ত অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন। নিহত জাহিদ শাহপরান থানার সৈয়দানীবাগ এলাকার মো. আবুল কালামের ছেলে।

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual2 Ad Code