জিন্দাবাজারে খেলনা বন্দুক-ছুরি উদ্ধার

প্রকাশিত: ১২:১৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৩, ২০১৯

জিন্দাবাজারে খেলনা বন্দুক-ছুরি উদ্ধার

নগরীর জিন্দাবাজারের একটি দোকান থেকে ৬টি খেলনা বন্দুক ও ২২টি ছোট-বড় ধারালো ছুরি উদ্ধার করেছে পুলিশ। এ দোকান থেকে এসব ‘অস্ত্র’ ক্রয় করে বিভিন্ন অপরাধে ব্যবহার করতো অপরাধীরা।

মঙ্গলবার দুপুরে জিন্দাবাজারে আল-হামরা শপিং সেন্টারের নিচতলার স্মাইলি ফ্যাশন নামের দোকানে অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করা হয় বলে জানান নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. জেদান আল মুসা।

তিনি জানান, ‘উক্ত দোকানের মালিক দীর্ঘদিন ধরে এধরনের মালামাল বিক্রয় করে আসছেন এবং বিভিন্ন অপরাধকারীরা তা ক্রয় করে বিভিন্ন অপরাধ কর্মকান্ডে ব্যবহার করছে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ এ অভিযান চালায়। এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট