জনগণ বিএনপি-জামায়াত অপশক্তিকে প্রত্যাখান করেছে : মোতাহের হোসেন মোল্লা

প্রকাশিত: ২:২৯ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০১৯

জনগণ বিএনপি-জামায়াত অপশক্তিকে প্রত্যাখান করেছে : মোতাহের হোসেন মোল্লা

বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় সভাপতি মোতাহের হোসেন মোল্লা বলেছেন, ‘এবারের একাদশ সংসদ নির্বাচনে বাংলার জনগণ আওয়ামী লীগকে আবারো বিপুল ভোটে নির্বাচিত করেছে। জনগণ বিএনপি-জামায়াত অপশক্তিকে প্রত্যাখান করেছে। জনসমর্থনহীন বিএনপি এখন মৃতপ্রায় একটি দল। অতীতে ক্ষমতায় থাকাকালে তাদের অপকর্ম ও দুর্নীতির ফসল এটি। খালেদা দুর্নীতির করায় কারাগারে, আর যাবজ্জ্বীবন সাজাপ্রাপ্ত তারেক বিদেশে পালিয়ে আছে। শীঘ্রই তারেককে দেশে এসে সাজা কার্যকর করা হবে।’

শুক্রবার (৪ জানুয়ারী) সন্ধ্যায় সিলেট সার্কিট হাউসের সম্মেলনকক্ষে সিলেট মহানগর কৃষকলীগের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

আগামী ২৬শে মার্চের মধ্যে সিলেট মহানগরের ২৭টি ওয়ার্ডে কমিটি গঠন করার নির্দেশ দিয়ে মোতাহের হোসেন মোল্লা বলেন, ‘আত্মাধিক এ নগরীতে কৃষকলীগের কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয়। স^াধীনতাবিরোধী শক্তিকে মোকাবিলায় এবং কৃষক সমাজের স্বার্থ রক্ষায় সিলেটে অতীতের ন্যায় আগামীতেও কৃষকলীগকে সাহসী ভূমিকা পালন করতে হবে।’

সিলেট মহানগর কৃষকলীগের সহ-সভাপতি হোসেন আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রকিব বাবলুর পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামসুল হক।

বক্তব্য রাখেন, মহানগরের সহ-সভাপতি ডা. বিজিত পাল ও নজরুল ইসলাম ফারুকী, যুগ্ম সাধারণ সম্পাদক শমসের সিরাজ সিরাজ ও সুয়েব বক্স, সাংগঠনিক সম্পাদক জামসেদ সিরাজ ও এইচ আর শাকিল, মিন্টু রায় চৌধুরী, জাকারিয়া পল­ব, হাজী মো. ডমসবাহ উদ্দিন, সারোয়ার আহমদ চৌধুরী, হুমায়ুন কবির, হিফজুর রহমান, মো. পাখি মিয়া, শাহাব উদ্দিন, মাহবুব আহমদ, শাহীন আহমদ, তারেক আহমদ, আব্দুল হামিদ, আহাদুজ্জামান, অজয় দেব, দিলোয়ার হোসেন, রফিক আহমদ প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট