সিলেট জেলা ছাত্রদলের সম্পাদক মুন্নাকে আটক করেছে র‌্যাব

প্রকাশিত: ৩:০৯ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০১৬

১২ সেপ্টেম্বর ২০১৬, সোমবার : বাংলাদেশ জাতিয়তাবাদী ছাত্রদল সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক রাহাত চৌধুরী মুন্নাকে আটক করেছে র‌্যাব।

গতকাল রোববার রাত সোয়া আটটায় নগরীর সোবহানীঘাট এলাকার কয়েদীর মাঠ সংলগ্ন অস্থায়ী পশুর হাট থেকে তাকে আটক করা হয়  ।

রাত ১২টায় র‌্যাব-৯ থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মুন্নাকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানানো হয়, গাড়ি ভাংচুর ও বিস্ফোরক দ্রব্য আইনের ওয়ারেন্টভুক্ত মামলার (নং ১৭, তাং ১৭-১০-২০১৪ইং) পলাতক আসামী হিসেবে তাকে আটক করা হয়।

র‌্যাব জানায়, গ্রেফতার এড়ানোর জন্য মুন্না দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। তাকে নগরীর শাহপরাণ থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট