মুক্তাদিরের বিরুদ্ধে ড. মোমেনের রিট খারিজ

প্রকাশিত: ৮:১৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০১৮

মুক্তাদিরের বিরুদ্ধে ড. মোমেনের রিট খারিজ

ঋণ খেলাপির অভিযোগ এনে সিলেট-১ আসনে ধানের শীষের প্রার্থী খন্দকার আবদুল মুক্তাদিরের বিরুদ্ধে আওয়ামী লীগ প্রার্থী ড. এ কে আবদুল মোমেনের দায়ের করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (২৬ ডিসেম্বর) সকালে শুনানি শেষে বুধবার সকালে শুনানী শেষে সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের বিচারপতি জে বি এম হাসান ও মো. খায়রুল আলম রিট আবেদনটি খারিজ করে দেন।

শুনানিতে ড. এ কে আবদুল মোমেনের পক্ষে এডভোকেট শাহ মঞ্জুরুল হক এবং খন্দকার আবদুল মুক্তাদিরের পক্ষে সাবেক অ্যাটর্নি জেনারেল হাসান আরিফ অংশ নেন।

রিট আবেদন খারিজের বিষয়টি নিশ্চিত করে ব্যারিস্টার আব্দুল হালিম কাফি জানান, খন্দকার আবদুল মুক্তাদিরের বাবা খন্দকার আবদুল মালিক কৃষি ব্যাংকের একটি ঋণের জামিনদার ছিলেন। ঋণের বিষয়টি ১৯৮৫ সালে নিষ্পত্তিও হয়ে যায়। নিষ্পত্তিকৃত এ বিষয়টি নিয়ে ড. এ কে মোমেন হাইকোর্টে রিট পিটিশন দাখিল করে খন্দকার মুক্তাদিরের প্রার্থিতা চ্যালেঞ্জ করেন।

আদালতের বিচারক শুনানি শেষে রিট পিটিশনটি নামঞ্জুর করে দেন বলে জানান তিনি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট