সিলেটে ২৪ ঘন্টায় আটক ৩৫

প্রকাশিত: ২:১৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০১৮

সিলেটে ২৪ ঘন্টায় আটক ৩৫

২৫ ডিসেম্বর ২০১৮, মঙ্গলবার : সিলেটে মেট্রোপলিটন এলাকায় পুলিশী অভিযানে বিএনপি-জামায়াতের ৩২ নেতা-কর্মী গ্রেফতার হয়েছে। এর মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামী ৫ জন ও নিয়মিত মামলার আসামী রয়েছে ২৭ জন। সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জেদান আল মুসা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অপরাধী হিসাবে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে মঙ্গলবার কোর্টে চালান দেয়া হয়েছে বলে জানান তিনি। মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘন্টায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
বিএনপি সূত্র জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে জেলা বিএনপির সহ-সভাপতি আজির উদ্দিন চেয়ারম্যান, সাবেক সিটি কাউন্সিলর আব্দুল জলিল নজরুল, ইউপি সদস্য এনামুল হোসেন এনাম, সিলেট মহানগর বিএনপির সহ সভাপতি মুফতি বদরুন নুর সায়েক, জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ওলিউর রহমান ডেনি, মহানগরীর ৯ নম্বর ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক ফজলুল হক, ১৬ নম্বর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রুম্মান আহমদ, জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি বেলাল আহমদ, যুবদল নেতা মইনুল ইসলাম মঞ্জু, মকসুদুল করিম নুহেল, গাজী লিটন, ছালেক আহমদ, জেলা ছাত্রদলের সাবেক নেতা মীর্জা জাহেদ, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক শামীম আহমদ, জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক কৃষ্ণঘোষ, জেলা ছাত্রদলের সাবেক সাংস্কৃতিক সম্পাদক শাহজাহান আহমদ, কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান চমক আলীর পুত্র সোহেল আহমদ, ছাত্রদল নেতা জাহেদ আহমদ, সোহেব খান, তানজিল আহমদ, ১৬ নং ওয়ার্ড জাসাসের সাধারণ সম্পাদক রুমান খান, বিএনপি কর্মী হাবিবুর রহমান ডালিম, খোরশেদ আলম প্রমুখ।
গত সোমবার সিলেট-১ আসনে ঐক্যফ্রন্ট তথা বিএনপি মনোনীত প্রার্থী খন্দাকর আব্দুল মুক্তাদির তার কর্মীদের আটক করা হয়েছে মর্মে সাংবাদিকদের কাছে একটি তালিকা তুলে ধরেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট