বড়দিনে এক সাথে কেক কাটলেন মোমেন-মুক্তাদির

প্রকাশিত: ১:৩৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০১৮

বড়দিনে এক সাথে কেক কাটলেন মোমেন-মুক্তাদির

নয়াসড়ক প্রেস বিটারিয়ান চার্চে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেছেন সিলেট-১ আসনে মহাজোট মনোনীত প্রর্থী ড. এ কে আব্দুল মোমেন এবং জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির। মঙ্গলবার সকালে বড় দিন উপলক্ষে তারা সেখানে মিলিত হন। এ সময় তারা সেখানে একত্রে কেক কাটেন।
এ সময় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, জেলা আওয়ামী লীগের সেক্রেটারী শফিকুর রহমান চৌধুরী ও মহানগর আওয়ামী লীগের সেক্রেটারী আসাদ উদ্দিন আহমদ, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বদরুদ্দোজা বদরসহ চার্চের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট