দেশ বাঁচাতে ধানের শীষের বিজয় নিশ্চিত করবে জনগন : ফয়সল চৌধুরী

প্রকাশিত: ১:২২ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০১৮

দেশ বাঁচাতে ধানের শীষের বিজয় নিশ্চিত করবে জনগন : ফয়সল চৌধুরী

সিলেট-৬ আসনে বিএনপি দলীয় ও জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত সংসদ সদস্য প্রার্থী ফয়সল আহমদ চৌধুরী বলেছেন, সরকার উন্নয়নের সকল অবকাঠামো ধ্বংস করে দিয়েছে। শেয়ার মার্কেট লুটপাট করে অর্থনীতিতে ধ্বস নামিয়ে দিয়েছে। শুধু তাই নয়, নির্মমভাবে কোমলমতি শিশুদেরকে হত্যা করেছে সরকার। মানুষ হত্যাকারী সরকারকে জনগণ এখন আর চায় না। তাই সরকারের বিরুদ্ধে সাধারণ জনগণ ফুঁসে উঠেছে। ধানের শীষের বিজয় নিশ্চিত করে গণতন্ত্র পুনরুদ্ধার করার মাধ্যমে এর জবাব দেবে।

সোমবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নে নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।

চারখাই ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল করিমের সভাপতিত্বে চারখাই বাজারে আয়োজিত সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সহ সভাপতি জিয়াউল বারী চৌধুরী, জেলা বিএনপির তাঁতী বিষয়ক সম্পাদক অহিদ আহমদ তালুকদার, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সহ সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক সিদ্দিক, পৌর বিএনপির সভাপতি আবু নাসের পিন্টু, কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি ভিপি মাহবুবুল হক চৌধুরী, বিয়ানীবাজার উপজেলা জামায়াতে ইসলামীর সহ সাধারণ সম্পাদক আবুল কাশেম, বিয়ানীবাজার উপজেলা বিএনপির প্রচার সম্পাদক কামাল আহমদ, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন। পথসভা পরিচালনা করেন ইউপি বিএনপির সাধারণ সম্পাদক শিপলু আহমদ।

এছাড়া পথসভায় চারখাই ইউনিয়ন, উপজেলা বিএনপিসহ জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষনেতৃবৃন্দ বক্তব্য রাখেন। উল্লেখ্য, ফয়সল আহমদ চৌধুরী দিনব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের শিবপুর এবং গদার বাজারে পথসভায় বক্তব্য রাখেন। এসব নির্বাচনী পথসভায় হাজার হাজার জনতা স্বত:স্ফুর্তভাবে অংশ গ্রহণ করেন।

এছাড়া পথসভায় উপস্থিত ছিলেন বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের সর্বস্তরের নেতাকর্মী। এদিকে, ফয়সল আহমদ চৌধুরী সকালে দুবাগ ইউনিয়নের জিরো পয়েন্ট, খাড়াভরা বাজার, মইয়া খালি, চরিয়া, সুতারকান্দি, গজুকাটা আনন্দবাজার এবং দুবাগ বাজারে বিকাল চারটা পর্যন্ত ব্যাপকভাবে গনসংযোগ করেন।

গণসংযোগ এবং পথসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সহ ছাত্রবিষয়ক সম্পাদক সালাহ উদ্দিন, জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি নজরুল ইসলাম, মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক সাইদুল ইসলাম হৃদয়, গোলাপগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক দিলোয়ার হোসেন জিলু, সাবেক ছাত্রনেতা রাহাত চাকলাদার, ছাত্রনেতা জাকারিয়া শাহজাহান, আব্দুশ শহীদ, জেলা ছাত্রদলের সদস্য শাহরিয়ার হোসেন প্রমুখ।

নির্বাচন কমিশনকে সরকারের অঙ্গ প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, একটি সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া কমিশনের কাজ হলেও সেখানে সম্পূর্ণ সরকারের অঙ্গ সংগঠন প্রতিষ্ঠান হিসেবে কাজ করেছে। বিরোধী প্রার্থীদেরকে অনৈতিকভাবে এবং কুট-কৌশলের মাধ্যমে নির্বাচন থেকে দূরে রাখার ষড়যন্ত্র করছে। স্বাধীন দেশে এই রকম স্বৈরাচারী আচরণ স্বাধীনতা এবং বিজয়ের চেতনাকে ম্লান করে দিয়েছে। জনগণ সরকারের ষড়যন্ত্র ভালোভাবেই অনুধাবন করছে। ধানের শীষের চুড়ান্ত বিজয় নিশ্চিত না পর্যন্ত জনগণ থামবে

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট