ওয়ানডে র‌্যাংকিং এ আবারো সেরা দশে মুস্তাফিজ

প্রকাশিত: ১:৪৭ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০১৮

ওয়ানডে র‌্যাংকিং এ আবারো সেরা দশে মুস্তাফিজ

ওয়ানডে র‌্যাংকিংয়ে আবারো সেরা ১০-এ উঠে আসলেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। ওয়ানডে বোলারদের মধ্যে ১০ নম্বরে থাকা এই বাঁ-হাতির রেটিং পয়েন্ট এখন ৬৭১। এর আগে গেল নভেম্বরেও তিনি সেরা ১০-এ ঠাঁই পেয়েছিলেন।

৭৮৮ রেটিং পয়েন্ট নিয়ে সবার ওপরে আছেন রশিদ খান। বাংলাদেশিদের মধ্যে সাকিব আল হাসান ১৯ ও মাশরাফি বিন মুর্তজা ৩৩ তম অবস্থানে আছেন।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে উইকেট শিকারে যৌথভাবে শীর্ষে আছেন স্বাগতিক বাংলাদেশ দলের ডানহাতি অফ-স্পিনার মেহেদি হাসান মিরাজ ও দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ওয়ানডেতে মিরাজের র‌্যাংকিং ৪৮।

তিন ম্যাচের তিন ইনিংসে সমান ছয়টি করে উইকেট শিকার করেছেন মিরাজ ও মাশরাফি। মিরাজ ৯৮ ও মাশরাফি ১১৬ রান দেন। এর আগে টেস্ট সিরিজেও সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন মিরাজ। বড় ফরম্যাটের লড়াইয়ে ১৫ উইকেট নেন মিরাজ।

ওয়ানডে সিরিজে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারি হন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। ৫ উইকেট শিকার করেন তিনি।