হঠাৎ নির্বাচনের আগ মুহূর্তে ড. কামালের পেছনে লেগেছে দুদক ও এনবিআর!

প্রকাশিত: ১২:২৫ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১০, ২০১৮

হঠাৎ নির্বাচনের আগ মুহূর্তে ড. কামালের পেছনে লেগেছে দুদক ও এনবিআর!

হঠাৎ করে নির্বাচনের আগ মুহূর্তে গণফোরামের সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের আয়-ব্যয়ের হিসাব খতিয়ে দেখছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

দুর্নীতি দমন কমিশনের চিঠির পরিপ্রেক্ষিতে এনবিআর এ উদ্যোগ নিয়েছে। জাতীয় ভ্যাট দিবস উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এনবিআরের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া এ কথা জানান।

এক সাংবাদিকের প্রশ্ন ছিল ড. কামাল হোসেন নিয়ম মেনে কর দিচ্ছেন কি না? এ-সংক্রান্ত দুদকের চিঠির পরিপ্রেক্ষিতে কী ব্যবস্থা নেওয়া হয়েছে। জবাবে মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, ‘এনবিআর কাজ করছে। সময় লাগবে। ব্যাংক হিসাবের খবর নিতে হবে। খড়গহস্ত হলে অনেকেই ভাববেন বিরোধী দলের হয়ে ইলেকশন করছেন এ জন্য তড়িঘড়ি হচ্ছে। পরিস্থিতি যাতে ওই লাইনে না যায়।

তবে কি তাকে ছাড় দেওয়া হচ্ছে? এমন প্রশ্নের জবাবে এনবিআর চেয়ারম্যান বলেন, ‘তাকে ছাড় দিচ্ছি না, তবে আমরা রয়েসহে গভীরভাবে বিষয়টি খতিয়ে দেখছি।’

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট