মওদুদের গাড়ি লক্ষ্য করে কাদেরের ভাগ্নের নেতৃত্বে ককটেল নিক্ষেপ!

প্রকাশিত: ১২:২৪ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৫, ২০১৮

মওদুদের গাড়ি লক্ষ্য করে কাদেরের ভাগ্নের নেতৃত্বে ককটেল নিক্ষেপ!

নোয়াখালী : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ব্যারিস্টার মওদুদ আহমদের গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপের অভিযোগ করেছে বিএনপি। এতে বিএনপির পাঁচজন আহত হয়েছেন।

আহতরা হলেন- বিএনপি নেতা স্বপন, নাইমুল ইসলাম কাঠার, মো. মিন্টু, আবদুল্লাহ ও মামুন। আহতদের বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রামপুর ইউনিয়নের বামনী বাজারে এ ককটেল হামলার ঘটনা ঘটে। ব্যারিস্টার মওদুদ আহমদের ব্যক্তিগত সহকারী মমিনুর রহমান সুজন বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন।

তিনি বলেন, সকালে ব্যারিস্টার মওদুদ আহমদ রামপুর ইউনিয়নের সাবেক নিহত যুবদল নেতা আলমগীর হোসেন, সাবেক চেয়ারম্যান আলী আকবর, নোয়াখালী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু হাসান মো. নোমানের বাবা আবুল কাশেম পেশকার, বিএনপি নেতা হাবিব উল্যাহ চৌধুরী ও আবুল বাশার মেম্বারের কবর জেয়ারত করতে যান।

এ সময় সড়ক ওবায়দুল কাদেরের ভাগ্নে রিমনের নেতৃত্বে ৫০-৬০ জন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী মওদুদ আহমদের গাড়ি লক্ষ্য করে পরপর ২৫-৩০টি ককটেল নিক্ষেপ করেন।

ককটেল হামলায় বিএনপির পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন। ককটেল হামলার আতঙ্কে বামনীয়া বাজারের দোকানপাট বন্ধ হয়ে যায়। আতঙ্কে উপস্থিত লোকজন ছোটাছুটি করতে থাকেন। এ সময় বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

রামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বেলাল বলেন, ব্যারিস্টার মওদুদ আহমদ ওই এলাকার নিহত বিএনপি নেতাদের কবর জেয়ারত করতে যান। এ সংবাদ আওয়ামী লীগের নেতাকর্মীরা জানার পর সংঘবদ্ধ হয়ে ককটেল হামলার ঘটনা ঘটায়।

তবে কোম্পানীগঞ্জ থানা পুলিশের ওসি মো. আসাদুজ্জামান বলেন, রামপুর ইউনিয়নের বামনীয়া বাজারে বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমদের যাওয়াকে কেন্দ্র করে কোনো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেনি।

নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদল বলেন, রামপুর ইউনিয়নে আওয়ামী লীগের লোকজন কোনো ককটেল হামলার ঘটনা ঘটায়নি। তবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াছিন মিয়া তিনজনকে জরিমানা করেছেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াছিন মিয়া বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার কারণে ৮(ক) ধারায় মোটরসাইকেল শোডাউন করায় নাইমুল হক, মোশারফ হোসেন, আবদুল্লাহ আল মামুনকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।