১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২১ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০১৮
গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন বলেছেন, এখনো নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি হয়নি, নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে না পারলে নির্বাচন কমিশনারকে তার পদ থেকে সরে যাওয়া উচিৎ।
রবিবার জাতীয় প্রেসক্লাবে গণফোরামের উদ্যোগে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
গণফোরামের সভাপতি বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনারের ভূমিকা নিরপেক্ষ হচ্ছে না। তাই তার জায়গায় অন্য কাউকে নিয়োগ দেওয়া হোক। আর তা না হলে আমরা আইনি পদক্ষেপ নেব।
ড. কামাল বলেন, ‘যারা আদিষ্ট হয়ে কাজ করে তারা সংবিধান লঙ্ঘন করছে। এদের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।’
তিনি আরো বলেন, ‘অবাধ নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব। এ জন্য চারদিকে নেতাকর্মীদের সতর্ক থাকবে। রাষ্ট্রের মালিক ভেবে জনগণকে ব্যবস্থা নিতে হবে। যদিও সরকার নানা অগণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করে রেখেছে। বিনা কারণে, বিনা অপরাধে গ্রেপ্তার, অন্তরীণ চলছে।
ড. কামাল বলেন, ‘আমরা সুশাসন চাই, গণতন্ত্র চাই। সুষ্ঠুভাবে জনগণ যাতে ভোট দিতে পারে সেই পদক্ষেপ সরকারকে নিতে হবে। পুলিশ এক্ষেত্রে সুন্দর ভূমিকা পালন করতে পারে। তারা যদি নিজেদের সরকারের বাহিনী না ভেবে রাষ্ট্রের বাহিনী মনে করে তাহলেই তা সম্ভব।’
তিনি আরও বলেন, ‘এতদিন যা হয়েছে আমরা তা মেনে নিয়েছি। এখন থেকে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ডের জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার সরকারকে নিতে হবে। তা না হলে আমরা কঠিন পদক্ষেপ নেব।’
ড. কামাল হোসেন বলেছেন, আমি এখনও সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে আশাবাদী। তবে এই মুহূর্তে দেশে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই।
তিনি বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনারের ভূমিকা নিরপেক্ষ হচ্ছে না। তাই তার জায়গায় অন্য কাউকে নিয়োগ দেওয়া হোক। আর তা না হলে আমরা আইনি পদক্ষেপ নেব।’
রাজনৈতিক নেতা-কর্মীদের বিভিন্ন অজুহাতে হয়রানি ও গ্রেপ্তার, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির ক্ষেত্রে নির্বাচন কমিশনের ব্যর্থতাসহ বিভিন্ন বিষয় তুলে ধরতে দুপুরে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
জাতীয় প্রেস ক্লাবে ওই অনুষ্ঠানে আওয়ামী লীগের সাবেক অর্থমন্ত্রী প্রয়াত শাহ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া, সাবেক জেনারেল (অব.) আবছা আমিন এবং একুশে টেলিভিশনের সাবেক মালিক আবদুস সালাম গণফোরামে যোগ দেন। এদিন এ কে খন্দকারের আসার কথা থাকলেও তিনি আসেননি।
সংবাদ সম্মেলনে গণফোরামের পক্ষ থেকে একটি লিখিত বক্তব্যে দেশের বর্তমান সার্বিক পরিস্থিতি তুলে ধরেন অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। এতে বলা হয় গণভবন, মন্ত্রীদের বাসভবন, সরকারী অফিস ও রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যাবহার করা হচ্ছে।
এগুলো আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন হওয়া সত্ত্বেও নির্বাচন কমিশন নীরব ভূমিকা পালন করছে।
নির্বাচনকালীন সময়ে দেশের প্রশাসন ও আইন-শৃংখলা বাহিনী নির্বাচন কমিশনের পুরোপুরি কর্তৃত্বের মধ্যে থাকলেও আজ অবধি প্রশাসনির কর্মকর্তা, নির্বাচনী কর্মকর্তা ও আইন শৃংখলা বাহিনীর সদস্যরা আইন বর্হিভূতভাবে নির্বাচনে অংশগ্রহণকারী বিরোধী পক্ষের ওপর হাজার হাজার হামলা-মামলা, গ্রেপ্তার, বাড়িতে তল্লাশি অব্যহত রেখেছে।
এমনকি নির্বাচনে যারা প্রার্থী হবে তাদেরকেও উচ্চ পর্যায়ের নির্দেশনায় গ্রেপ্তার করা হচ্ছে, মামলা দেয়া হচ্ছে। উক্ত ব্যক্তিরা যাতে স্বল্প সময়ে জামিন পেতে না পারে, বিচার বিভাগকে ব্যবহার করে সে ব্যাপারে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে।
সরকারি দলের প্রার্থী ও মন্ত্রীরা দাপটের সাথে নির্বাচনী প্রচার ও ভোটারদের কাছে তাদের বক্তব্য তুলে ধরছে। আইন শৃংখলা বাহিনী ও প্রশাসন তাদের প্রোটোকলসহ সার্বিক সহযোগিতা করছে। অন্যদিকে বিরোধী দলের প্রার্থীদের যার যার নির্বাচনী এলাকায় নিজ বাড়িতে কর্মীদের সাথে ঘরোয়া বৈঠক ও মতবিনিময়ের ক্ষেত্রে বাধার সৃষ্টি করছে। সভার ওপরে বিধি নিষেধ দিচ্ছে এবং নেতাকর্মীদের এসব সভা থেকে গ্রেপ্তার করা হচ্ছে।
এরপর ড. কামাল হোসেন তার বক্তব্যে বলেন, দেশে পাইকারী হারে অ্যারেস্ট বন্ধ হওয়া দরকার। পুলিশকে বুঝিয়ে দেয়া উচিত একটা সুন্দর পরিবেশ তৈরি করা দরকার। প্রার্থীরা যেন মুক্ত পরিবেশে বক্তব্য রাখতে পারে। তারা যেন তাদের সমর্থকদের কাছে যেতে পারে বিনা বাঁধায়।
তিনি বলেন, পুলিশের কাজ হল এ ব্যাপারে সহযোগিতা করা। কেননা পুলিশ সকলের, শুধু সরকারের বাহিনী না। এটা তাদের প্রমাণ করতে হবে। আমরা যারা বিরোধী দলের আছি আমরা যেন সুশাসনের আওয়তায় আসতে পারি। সুশাসন ভোগ করতে পারি।
তিনি বলেন, আমরা প্রধান নির্বাচন কমিশনের সাথে কথা বলে খুশি হতে পারিনি। তিনি এ প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনকে আহ্বান জানিয়ে বলেন, আপনার ব্যাপারে আমরা সন্তুষ্ট হতে পারিনি। তিনি বলেন, আগে যা করেছেন তা ভুলে যেতে চাই। এখন নিরপেক্ষ হউন।
তিনি প্রশ্ন রেখে বলেন, আপনি (সিইসি) এখন যা করছে তা কি আদিষ্ট হয়ে করছেন? কেন আপনি যুক্তিসঙ্গত কারণ ছাড়া লোকদের ধরাচ্ছেন সে ব্যাপারে তথ্য সহকারে বলেন। নাকি সরকারের সহায়ক হিসাবে কাজ করছেন? যদি তা না হয় আমরা যা করার করব।
অপর এক প্রশ্নের উত্তরে ড. কামাল বলেন, আমরা তো কথা বলার আগেই বলেছি প্রধান নির্বাচন কমিশনকে রিমুভ না রিপ্লেস করান। ইভিএম প্রসঙ্গে তিনি বলেন, এটা রিলাইয়েবল নয়। অনেক দেশে এজন্য এ পদ্ধতিতে ভোট দেয়া বাদ দেয়া হযেছে। এ ব্যাপারে সব দলই বলেছে বাদ দিতে।
সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী, মোস্তফা মোহসীন মন্টু, সুলতান মনসুর আহমদ, মফিজুল ইসলাম খান কামাল, এডভোকেট এস এম আলতাফ হোসেন, মোকাব্বির খান, অ্যাডভোকেট জগলুল হায়দার আফ্রিক, মোশতাক আহমেদ, রফিকুল ইসলাম পথিক, মুহম্মদ রওশন ইয়াজদানী, ফরিদা ইয়াছমীন, সাইদুর রহমান সাইদ, আ.ও.ম শফিক উল্লাহ, মোশতাক আহমেদ, খান সিদ্দিকুর রহমান, এম শফিউর রহমান খান বাচ্চু, রফিকুল ইসলাম পথিক, মোহাম্মদ উল্লাহ মধু প্রমুখ।
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
Office : Central Market (1st floor),
Bandar Bazar (Court Point),
Sylhet – 3100, Bangladesh.
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D