ঐক্যফ্রন্টের বিজয় সুনিশ্চিত : ফখরুল

প্রকাশিত: ২:৪১ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০১৮

ঐক্যফ্রন্টের বিজয় সুনিশ্চিত : ফখরুল

বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার ও নির্বাচন কমিশন যদি বাধা না হয়ে দাঁড়ায় তবে ঐক্যফ্রন্টের বিজয় সুনিশ্চিত।

রবিবার মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।

বর্তমান নিবাচন কমিশনের অধীনে সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নিবাচন হবে কিনা তা নিয়েও সংশয় প্রকাশ করেন ফখরুল।

বিএনপি মহাসচিব বলেন, আমরা শেষ পযন্ত নির্বাচনে থাকতে চাই কিন্ত কমিশন এখনো তাদের নিরপেক্ষতা দেখাতে পারেনি। নিরপেক্ষতা দেখাতে তারা ব্যর্থ হয়েছে।

তিনি অভিযোগ করে বলেন, কমিশন লেভেল প্লেয়িং নিশ্চিত করতে পারেনি। আমাদের নেতাকমীদের এখনও গ্রেপ্তার করা হচ্ছে।

ফখরুল বলেন, আগামী কয়েক দিনের মধ্যে আসন বণ্টন চূড়ান্ত করা হবে। আমরা আমাদের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিয়েছি। আগামী ২৮ তারিখের মধ্যে অধিকাংশ প্রার্থী চূড়ান্ত করা হবে এবং বাকী আসনগুলোতে ৯ ডিসেম্বরের মধ্যে প্রার্থী ঘোষণা করা হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট