বোঝা যাচ্ছে সরকারের ভিত নড়ছে : জাফরুল্লাহ

প্রকাশিত: ৫:১০ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০১৮

বোঝা যাচ্ছে সরকারের ভিত নড়ছে : জাফরুল্লাহ

সরকারের আচরণে বোঝা যাচ্ছে তাদের ভিত নড়ছে বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। আজ শনিবার বেলা ১১টার দিকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘সরকারকে এই কথা বলছি, আসেন মাঠে আসেন, এত ভয় পায়েন না। বুঝতে পারছি, আপনাদের হাঁটু কাপা শুরু হয়েছে। এটা সবাই জানে, সরকার জানে। সরকারের ব্যবহার দেখে বুঝতে পারছেন, সরকারের ভিত নড়ে গেছে।’

জাফরুল্লাহ আরও বলেন, ‘২০১৮ সনের নির্বাচনটা অন্য নির্বাচন থেকে ভিন্ন। এবার জনগণ মুখ খুলেছে। গণতন্ত্রে মুক্তিযুদ্ধের চেতনার যে অঙ্গীকার আমরা দিয়েছিলাম তার জবাব দিতে চাই, জবাব নিতে চাই। ’

মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট