‘নির্বাচনে ক্ষমতাসীনদের কৌশল পরাজিত করা হবে’

প্রকাশিত: ৪:৪০ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০১৮

‘নির্বাচনে ক্ষমতাসীনদের কৌশল পরাজিত করা হবে’

জাতীয় ঐক্যফ্রন্টের নেতা মাহমুদুর রহমান মান্না বলেছেন, খালেদা জিয়াকে কারাগারে রেখে নির্বাচন গ্রহণযোগ্য হতে পারে না, তারপরও ভোটে থাকবে জাতীয় ঐক্যফ্রন্ট।

শনিবার দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীনদের কৌশলে পরাজিত করা হবে বলে জানিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের নেতা নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, ‌‘খালেদা জিয়াকে কারাগারে রেখে নির্বাচন গ্রহণযোগ্য হতে পারে না। তারপরও ভোটে থাকবে ঐক্যফ্রন্ট। নির্বাচনে ক্ষমতাসীনদের কৌশল পরাজিত করা হবে।

এর আগে জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন ১৪ দলের সঙ্গে সংলাপে উপস্থাপন করা ৪ টি দাবির কোনো দাবিই মেনে নেয়নি সরকার।

মাহমুদুর রহমান মান্না বলেন, ‘আলোচনা মনঃপূত হয়নি। সংলাপে কোনো সমাধান আসেনি। আমাদের কোনো দাবিই মেনে নেয়নি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট