অন্ধকারে ঢিল ছোড়া বিএনপির অভ্যাস : ওবায়দুল কাদের

প্রকাশিত: ১:৩৯ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০১৮

অন্ধকারে ঢিল ছোড়া বিএনপির অভ্যাস : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের চৌধুরী বলেছেন, অন্ধকারে ঢিল ছোড়া বিএনপির আগের অভ্যাস- এই অভ্যাস পরিত্যাগ করতে হবে।

তিনি আরো বলেন, বিএনপি বিদেশীদের কাছে নালিশ করছে- বিদেশীদের কাছে নালিশ করলে সম্মান বাড়ে না বরং কমে। তারা এই নালিশ করার মাধ্যমে দেশকে ছোট করছে।

বুধবার এক অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

এর আগে মঙ্গলবার তিনি বলেন, ‘যুক্তফ্রন্টের সঙ্গে একটা অ্যালায়েন্স হতে পারে। তবে তারা নৌকায় ভোট করবেন না নিজেদের প্রতীকে ভোট করবেন সে সিদ্ধান্ত হয়নি। ধরে নিচ্ছি তারা নিজেদের প্রতীকে নির্বাচন করবে।

বিএনপিকে নিয়ে ড. কামাল হোসেনের নেতৃত্বে গঠিত জাতীয় ঐক্য ফ্রন্ট থেকে বের হওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, বিএনপির আত্মার সঙ্গে জামায়াতে ইসলাম জড়িয়ে গেছে। আমরা ভেবেছিলাম তারা জামায়াতের সঙ্গ ত্যাগ করতে পারবে। যেহেতু তারা জামায়াতের সঙ্গ ত্যাগ করতে পারেনি, তাই আমরা বেরিয়ে এসেছি।