১৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০১৬
দেশব্যাপী মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের প্রয়োজনীয় নিরাপত্তা বিধান এবং সিলেটের ওসমানীনগরে মসজিদের ইমাম মাওলানা আব্দুর রহমান হত্যার প্রতিবাদে মাদানী কাফেলা বাংলাদেশ উদ্যোগে শুক্রবার বাদ জুম্মা সিলেট বন্দরবাজার জামে মসজিদের সামনে থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কোর্ট পয়েন্টে পথসভায় মিলিত হয়।
মাদানী কাফেলা সিলেট মহানগর শাখার সভাপতি হাফিজ শিব্বির আহমদ রাজির সভাপতিত্বে ও জাগরণ ইসলামী সাংস্কৃতিক দলের পরিচালক হাফিজ আব্দুল করিম দিলদারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগরীর সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব, মাদানী কাফেলার উপদেষ্ট মাওলানা রশীদ আহমদ বিশ্বনাথী, মাদানী কাফেলা বাংলাদেশের সভাপতি মাওলানা রুহুল আমীন নগরী, সাধারণ সম্পাদক মাওলানা সালেহ আহমদ শাহবাগী, সিলেট জেলার আহবায়ক হাফিজ মাসউদ আজহার, বিশিষ্ট ব্যবসায়ী আমিন আহমদ রাজি, শায়খুল ইসলাম ইন্টারন্যাশনাল জামেয়ার শিক্ষক হাফিজ মাওলানা ফয়েজ উদ্দীন, জামেয়া দারুল উলুমের শিক্ষক হাফিজ আব্দুল হাই, মাওলানা আবু সুফিয়ান, মাওলানা আব্দুর রহমান, আরিফ রব্বানী, মাওলানা আতিকুর রহমান, মাওলানা সিরাজুল ইসলাম, দেলওয়ার হোসাইন ইমরান, মইনুল ইসলাম আল মামুন, আব্দুল করিম হেলালী, আকরাম মুহসিন, আব্দুস সালাম, শাখাওয়াত শিকদার, আতিকুর রহমান হাতিমী, রাসেল আল হাদী, আবু মারজান নোমানী, হাফিজ সানাউল্লাহ প্রমুখ।
বক্তারা অভিলম্বে ইমাম মাওলানা আব্দুর রহমান এর হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। দেশব্যাপী আলেম-উলামা, মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের জানমালের নিরাপত্তা দিতে হবে। নিহত ইমামের ফেসবুক আইডি থেকে প্রচারিত পোষ্ট এর জেরধরে খুন হয়েছেন কিনা বিষয়টি তদন্তের দাবী জানান।
মহানগর ইমাম সমিতির মাওলানা হাবিব আহমদ শিহাব বলেন, ইমাম হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত করে খুনীদের ফাঁসি দিতে হবে। অন্যথায় সিলেটের তৌহিদী জনতা ঘরে বসে থাকবে না। তিনি নগরীর কাজল শাহ এলাকায় ইসকন কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রায় হাজার হাজার মুসল্লীদের আসামী করে মামলা দায়েরের তীব্র নিন্দা জানিয়ে বলেন, একটি মহল সিলেটের শান্ত পরিবেশকে অশান্ত করে তোলার পাঁয়তারা করছে।
কাফেলার সভাপতি মাওলানা রুহুল আমীন নগরী বলেন, দেশে ইমাম মুয়াজ্জিনদের জানমালের নিরাপত্তা দিতে সরকারকে আইন প্রনয়ন করতে হবে। জাতীয় মসজিদ থেকে সকল ইমাম হত্যাকান্ডের প্রতিবাদ হওয়া উচিত। তিনি অভিলম্বে মাওলানা আব্দুর রহমানের খুনীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। মানুষ হত্যা করা কোন ধর্মেই সমর্থন করতে পারে না। দেশব্যাপী সন্ত্রাস-জঙ্গিবাদের অব্যাহত ধারাবাহিকতায় এই হামলা হতে পারে বলে আমরা মনে করছি। এর সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
Office : Central Market (1st floor),
Bandar Bazar (Court Point),
Sylhet – 3100, Bangladesh.
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D