এটি নির্বাচিত সরকার নয়, দখলদার সরকার : সুলতান মনসুর

প্রকাশিত: ৯:৪৮ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০১৮

এটি নির্বাচিত সরকার নয়, দখলদার সরকার : সুলতান মনসুর

বর্তমান আওয়ামী লীগ বঙ্গবন্ধুর আওয়ামী লীগ নয় মন্তব্য করে দলটির সাবেক সংসদ সদস্য ও জাতীয় ঐক্যফ্রন্টের নেতা সুলতান মুহম্মদ মনসুর বলেছেন, ‘এই আওয়ামী লীগে লুটেরাদের অনুপ্রবেশ ঘটেছে। এই আওয়ামী লীগ লুটেরাদের আওয়ামী লীগ।

আজ শনিবার সন্ধ্যায় টাঙ্গাইলের সখীপুরে বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাসভবন দ্বীপ-কুড়ি-কুশি কুটিরে আয়োজিত ‘১৯৯৯ সালের ১৫ নভেম্বর ভোট ডাকাতি দিবস’ পালন অনুষ্ঠানে এক আলোচনার সভায় এসব কথা বলেন সুলতান মুহম্মদ মনসুর।

জাতীয় ঐক্যফ্রন্টের এই নেতা বলেন, ‘২০১৪ সালের ৫ই জানুয়ারীর নির্বাচন ছিল বিনা ভোটের নির্বাচন। এটি নির্বাচিত সরকার নয়, দখলদার সরকার। ইয়াহিয়া খানের ৯ মাসের সরকার যেমন বিনা ভোটের সরকার ছিল। সে সরকারের আমলে অনেকে এমপি-মন্ত্রী হয়েছিল। এই সরকারের আমলেও বিনা ভোটে এমপি মন্ত্রী হয়েছে।’

তিনি বলেন, ‘এই আওয়ামী লীগ বঙ্গবন্ধুর আওয়ামী লীগ নয়। এই আওয়ামী লীগ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজ উদ্দিন আহমেদের আওয়ামী লীগ নয়। এই আওয়ামী লীগে লুটেরাদের অনুপ্রবেশ ঘটেছে। এই আওয়ামী লীগ লুটেরাদের আওয়ামী লীগ ‘

সুলতান মনসুর আরও বলেন, ‘এই সরকারের সময়ে লক্ষ লক্ষ ডলার বিদেশে পাচার হয়েছে। অথচ মাত্র দুই কোটি টাকার জন্য সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে জেল দেয়া হয়েছে, যে টাকা খরচই হয়নি।’

এ সময় আসন্ন নির্বাচনে দলীয় নেতাকর্মীদের সংঘবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতালীগ সভাপতি আতোয়ার রহমানে সভাপতিত্বে এই অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ কৃষক শ্রমিক জনতালীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও ঐক্যফ্রন্ট নেতা বঙ্গবীর কাদের সিদ্দিকী, কৃষক শ্রমিক জনতালীগ সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার (বীর প্রতিক), এডভোকেট রফিকুল ইসলাম, বাসাইল উপজেলা চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম, সখীপুুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি শেখ মোহাম্মদ হাবিব, আব্দুল হালিম সরকার লাল, শরীফ হোসেন পাপ্পু, মীর জুলফিকার শামীম।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট