২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০১ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০১৮
ঐক্যফ্রন্ট যে দাবি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে বসছেন সেটি সফল হবে কিনা সে বিষয়ে সংশয় প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। তিনি বলেন, ‘তারা (ঐক্যফ্রন্ট) হাসিনার পদত্যাগ চায়। এমন আরও অনেক কিছু চেয়েছেন তারা। সেগুলো তো আর মানা সম্ভব না।’
বৃহস্পতিবার দুপুরে রংপুরের পর্যটন মোটেলে সাংবাদিকদের সাথে আলাপকালে এরশাদ এসব কথা বলেন। ঢাকা থেকে রংপুরের উদ্দেশে সকাল সাড়ে ১০টায় বিমানে করে সৈয়দপুর বিমানবন্দর পৌঁছান তিনি। সেখান থেকে গাড়ি বহরে করে সরাসরি রংপুর পর্যটন মোটেল আসেন।
এ সময় সাংবাদিকদের এরশাদ বলেন, ‘তারা বলেছেন, সংবিধান মোতাবেক আমাদের নির্বাচন হবে। সংবিধানের বাইরে সব চাইছে তারা। অতএব আমার মনে হয় এটা ফলপ্রসূ হবে না।’
এরশাদ আরও বলেন, ‘বিএনপি এখন নেতৃত্বশূণ্য। দলের অবস্থা খুব খারাপ। নেতৃত্বশূণ্য এই দল আসন্ন সংসদ নির্বাচনের অংশগ্রহণ করবে কিনা এখন পর্যন্ত কিছুই বলেনি। তাদের সাত দফা আদায় না হলে শেষ পর্যন্ত বিএনপির নির্বাচনে অংশ না নেওয়ার সম্ভাবনাই বেশি।’
তিনি সন্দেহ প্রকাশ করে আরও বলেন, ‘আগামী নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করলেও ধানের শীষ মার্কা পাবে কিনা এ নিয়ে সন্দেহ রয়েছে। তাই এ ক্ষেত্রে জাতীয় পার্টিই হবে একমাত্র দল। আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে। প্রার্থীও চূড়ান্ত করা হয়েছে।’
জাতীয় নির্বাচন প্রসঙ্গে এরশাদ বলেন, ‘সব দলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন হবে এটাই সকলের প্রত্যাশা। আমরাও প্রত্যাশা করছি নির্বাচন সুষ্ঠু হবে। তবে যে কোনো পরিস্থিতিতে জাতীয় পার্টি নির্বাচন করতে প্রস্তুত। কারণ জাতীয় পার্টি নির্বাচনমুখী দল।’
ইভিএম প্রসঙ্গে তিনি বলেন, ‘ইভিএম পদ্ধতি পরীক্ষিত নয়। এই পদ্ধতিতে যথেষ্ট সন্দেহ রয়েছে। জনগণ এই পদ্ধতির সাথে পরিচিত নয়। তাই এর ব্যবহার নিয়ে সন্দেহ রয়েছে।’
বিগত সংসদ নির্বাচনের মতো এবারও কোনো চাপ রয়েছে কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এরশাদ বলেন, ‘এবার কোনো মহল থেকে এখন পর্যন্ত কোনো চাপ আসেনি। আশা করি, চাপমুক্ত ভাবে এবার নির্বাচন করতে পারবো।’
বিকেলে সদর উপজেলার চন্দনপাট ইউনিয়নের লাহিড়ীরহাটে এক পথসভায় বক্তব্য রাখবেন হুসেইন মুহম্মদ এরশাদ। সন্ধ্যায় জাতীয় পার্টি রংপুর কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় যোগ দিবেন।
এ সময় এরশাদের সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) খালেদ আখতার, রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা, পার্টির ভাইস চেয়ারম্যান এসএম ফখর উজ জামান জাহাঙ্গীর, রংপুর জেলা জাপার যুগ্ম সসম্পাদক হাজী আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক মুন্সি আব্দুল বারী, মহানগর জাপার সাধারণ সম্পাদক এসএম ইয়াসির।
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D