ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

প্রকাশিত: ৩:৫২ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০১৮

ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভারতকে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ।

বৃহস্পতিবার (১ নভেম্বর) টাইব্রেকারে ৫-৩ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশি কিশোররা। নেপালের আনফা কমপ্লেক্সে প্রথম সেমি-ফাইনালে ১-১ গোলে সমতায় নির্ধারিত সময় শেষ করে দুইদল।

ম্যাচের প্রথম দিকে অবশ্য এগিয়েই ছিল প্রতিবেশী ভারত। ১৭ মিনিটের মাথায় মিডফিল্ডার পাত্রে হার্শ শৈলাসের দূরপাল্লার শট গোলরক্ষক মেহেদী হাসানকে বোকা বানিয়ে জালে জড়ালে পিছিয়ে পড়ে বাংলাদেশ।

বিরতির পর সমতায় ফেরে বাংলাদেশ। বদলি ফরোয়ার্ড আশিকুর রহমান ডান দিক থেকে সতীর্থের বাড়ানো বল ডি বক্সের মধ্যে রাসেল আহমেদ নিয়ন্ত্রণে নেয়ার সময় ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি। এর পর আর কোনো দলই গোলের দেখা পাননি।