২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩১ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০১৮
জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০১৮ উপলক্ষ্যে সিলেট জেলা প্রশাসন ও বিআরটিএ এর উদ্যোগে নগরীতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০টায় সলেট জেলা প্রশাসক কার্যালয় থেকে র্যালিটি শুরু হয়ে নগরীর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে রিকাবিবাজারস্থ কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে গিয়ে শেষ হয। পরে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
সিলেটের জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল হকের নেতৃত্বে র্যালিতে আরও উপস্থিত ছিলেন এসএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার পরিতোষ ঘোষ, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সাল মাহমুদ, সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী উৎপল সামন্ত, অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুল আলম, বিআরটিএ সিলেটের উপপরিচালক শহীদুল্লাহ কায়সার, নিসচা কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মো. জহিরুল ইসলাম মিশু, সিলেট জেলা শাখার সভাপতি এম. বাবর লস্কর, মহানগর শাখার সভাপতি এম. ইকবাল হোসেন, জেলা শাখার সাধারণ সম্পাদক শাহ মো. লোকমান আলী, মহানগরের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেল প্রমুখ।
র্যালি পরবর্তী আলোচনাসভায় সিলেটের জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার পরিতোষ ঘোষ, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সাল মাহমুদ, সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী উৎপল সামন্ত, অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুল আলম।
স্বাগত বক্তব্য রাখেন বিআরটিএ সিলেটের উপপরিচালক শহীদুল্লাহ কায়সার। বক্তব্য রাখেন নিসচা সিলেট জেলা শাখার সভাপতি এম. বাবর লস্কর, মহানগর শাখার সভাপতি এম. ইকবাল হোসেন, জেলা রোভার স্কাউটের হাফিজুর রহমান রাহাত, শারমিন আক্তার।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কালেক্টরেট মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা শাহ আলম। গীতা পাঠ করেন মুক্তিযুদ্ধা বিবেকানন্দ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট বিভাগীয় কমিশনার মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী বলেন, নিরাপদ সড়ক বাস্তবায়ন করতে হলে সবাইকে সচেতন হয়ে একসাথে কাজ করতে হবে। সবাইকে তার নিজ নিজ অবস্থান থেকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে দায়িত্ব পালন ও আইন মানতে হবে। আমরা যদি সবাই মিলে আইন মানি তাহলে নিরাপদ সড়ক দিবসের সার্থকতা আসবে।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ‘আইন মেনে চলব, নিরাপদ সড়ক গড়র’ এই স্লোগানকে বাস্তবায়ন করতে হলে সকল মহলের আন্তরিক সহযোগীতা একান্ত প্রয়োজন। গাড়ী চালক যাত্রী সবাইদেরকে অবশ্যই সিটবেল্ট ব্যবহার করতে হবে এবং বিআরটিকে সেবা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে।
র্যালি ও সমাবেশে নিরাপদ সড়ক চাই সিলেট জেলা ও মহানগর শাখা, এসএমপি ট্রাফিক বিভাগ, জেলা পুলিশ, রোভার স্কাউটসহ বিভিন্ন স্কুল কলেজের সহস্রাধিক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
র্যালি ও আলোচনাসভায় নিসচা সিলেট জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুর রহমান, মিলন আহমদ, আশরাফ উদ্দিন রুবেল, সাদেকুর রহমান চৌধুরী, মাহমুদ হোসেন খান, কামরুল ইসলাম, আশফাক উদ্দিন আহমদ, সুহেল চৌধুরী, আল আমিন খান, আব্দুর মুকিত চৌধুরী রেজা, আশিক আহমদ, জামাল উদ্দিন, মাসুদুজ্জামান তফাদার মুক্তার, মনিরুল ইসলাম, সামাদুল ইসলাম অপু, জয়নুল আবেদীন, কবির আহমদ দিলু, দেলওয়ার হোসেন, ওয়াসিমূল বারী প্রমুখ।
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D