ফেঞ্চুগঞ্জের হুরে জান্নাত সিলেট বিভাগের শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত

প্রকাশিত: ৭:১৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০১৬

৬ সেপ্টেম্বর ২০১৬, মঙ্গলবার : সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হুরে জান্নাত সিলেট বিভাগের শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হয়েছে। গত ৫ ই সেপ্টেম্বর সিলেটের বিভাগীয় বাচাই কমিটি ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হুরে জান্নাতকে সিলেট বিভাগের শ্রেষ্ঠ ইউএনও হিসাবে নির্বাচিত করে।  বাচাই কমিটি ১৯টি ক্যাটাগরিতে বিভাগের শ্রেষ্ঠ ব্যক্তিবর্গের নামের তালিকা প্রকাশ করে।

ইউএনও হুরে জান্নাত ২০১৫ সালের ২৫ মে ফেঞ্চুগঞ্জ উপজেলার ইউএনও হিসাবে যোগদান করেন। ফেঞ্চুগঞ্জ উপজেলায় যোগদানের পর থেকে সৎ সাহসী  হুরে জান্নাত সততা, কর্মদক্ষতা ও কঠিন পরিশ্রমের মাধ্যমে উপজেলার আর্তসামাজিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে ফেঞ্চুগঞ্জ উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত উপজেলা ঘোষণা করা হয়েছে। ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় সাধারন মানুষের আস্থা অর্জন করেছেন ইউএনও হুরে জান্নাত।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট