দক্ষিণ সুরমা হোটেল শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ মিছিল

প্রকাশিত: ২:৩৯ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০১৬

সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন (রেজি: নং চট্ট-১৯৩৩) সোমবার (০৫ সেপ্টেম্বর) বিকাল ৫টায় দক্ষিণ সুরামায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।

বিক্ষোভ মিছিলটি কিন ব্রিজের মুখ থেকে ভাবনা পয়েন্ট হয়ে দক্ষিণ সুরমার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কতমতলী পয়েন্টে এসে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা বলেন- হোটেল শ্রমিকদের নিম্নতম মজুরি ১০ হাজার টাকা, নিয়োগপত্র ও পরিচয়পত্র প্রদান, সাপ্তাহিক ছুটি ও ঈদ বোনাসের জন্য হোটেল মালিকদের প্রতি দাবি জানান। পাশাপাশি দাবিগুলো না-মানলে কঠোর আন্দোলন গড়ে তোলার আহবান হুমকি দেন।

দক্ষিণ সুরমা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি মিন্টু মিয়ার সভাপতিত্বে ও হোটেল শ্রমিক ইউনিয়নের দপ্তর সম্পাদক বশির মিয়ার পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- সিলেট জেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাদিক মিয়া, মহানগর হোটেল শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি আরিফুল ইসলাম, সিলেট জেলা ট্রেড ইউনিয়ন সংঘের অর্থ সম্পাদক রমজান আলী ফটু, ইউসূফ জামিল, সফর আলী খান, মো. জমির আলী, রফিকুল  ইসলাম উজ্জল, মহিদুল ইসলাম, আজির হোসেন, হারুনুর রশিদ, দেলোওয়ার আহমদ, মোজাম্মেল হোসেন প্রমুখ।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট