জালালাবাদ রিকভারী গ্রুপ, সিলেট’র কার্যকারী কমিটি গঠন

প্রকাশিত: ৩:৫০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০১৬

মাদকবিরোধী সংগঠন জালালাবাদ রিকভারী গ্রুপ, সিলেট এর- ২০১৬-১৭ সালের কার্যকারী কমিটি গঠন হয়েছে। সিলেটের শাহজালাল উপশহরস্থ গ্রুপের অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা শেষে গ্রুপের সকল সদস্যের সম্মিতক্রমে নতুন কমিটি গঠন হয়। কমিটি গঠনের পূর্বে গ্রুপের নিয়মিত মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জালালাবাদ রিকভারী গ্রুপ, সিলেট এর উপদেষ্টা নোমান আহমেদের সভাপতিত্বে ও উপদেষ্টা জাহাঙ্গীর হোসাইন চৌধুরী’র পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন গ্রুপের উপদেষ্টা অজয় ভট্টাচার্য, আব্দুল মালিক সুমিম, আহবায়ক শিপলু আহমেদ, সদস্য সচিব মাহমুদ হোসেন খাঁন। আলোচনা সভায় বক্তারা বলেন, আমাদের সমাজে মাদক আজ ভয়াবহ আকার ধারন করেছে, মাদকের মরণ ছুবল জাতিকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, মাদকের এই ভয়াবহতা থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে হবে, তার জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে। আলোচনা সভা শেষে গ্রুপের উপদেষ্টাবৃন্দ উপস্থিত সকল সদস্যের সম্মতিতে গ্রুপের নতুন কমিটি ঘোষণা করেন। সংগঠনের বর্তমান অাহবায়ক শিপলু অাহমেদকে সভাপতি ও সদস্য সচিব মাহমুদ হোসেন খাঁন’কে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ সভাপতি এবাদুর রহমান পান্ন, সহ সভাপতি মিসবাহ উদ্দিন জুনেল, সহ সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ জুসেফ, সাংগঠনিক সম্পাদক দুলাল আহমেদ, সহ সাংগঠনিক সম্পাদক সুহাগ আহমেদ, অর্থ সম্পাদক মহসিন তালুকদার, প্রচার সম্পাদক সিদ্দিকুর রহমান শিপন, সমাজ সেবা সম্পাদক জাফর আহমদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাসির আহমদ, দপ্তর সম্পাদক আবিদ হোসেন হাওলাদার, তথ্য ও যোগাযোগ সম্পাদক শাকিল আহমদ।

জালালাবাদ রিকভারী গ্রুপের উপদেষ্টাবৃন্দ আগামী এক মাসের মধ্যে গ্রুপের পুর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য গ্রুপের সভাপতি ও সাধারণ সম্পাদককে তাগিদ দিয়েছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট