যারা ইসলামের নামে জঙ্গিবাদ কার্যক্রম চলাচ্ছে তারা ইসলামের শত্র : আশফাক আহমদ

প্রকাশিত: ২:৩১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০১৬

Manual4 Ad Code

জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিরোধে টুকের বাজার হাজী আব্দুস সাত্তার উচ্চ বিদ্যালয়ে সভা
সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ বলেছেন দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে ব্যাহত করতে দেশী ও আন্তর্জাতিক চক্রান্ত অব্যাহত রয়েছে। যারা ইসলামের নামে জঙ্গিবাদ ও সন্ত্রাসী কার্যক্রম চলাচ্ছে তারা ইসলামের শত্র“। এদেরকে প্রতিহত করতে সর্বস্তরের মানুষকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। গতকাল ৩ সেপ্টেম্বর সরকার ঘোষিত দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিরোধে টুকের বাজার, হাজী আব্দুস সাত্তার উচ্চ বিদ্যালয়ে সভা অনুষ্ঠিত হয়েছে, ম্যানেজিং কমিটির সভাপতি হাজী মঈন উদ্দিনের সভাতিত্বে ও সহকারী শিক্ষক জোনাইদ খোরাশানীর পরিচালনায় অনুষ্ঠানে সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন বিশেষ অতিথির বক্তব্য রাখেন কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দিন। বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালিক, সহকারী প্রধান শিক্ষক ফারুক আহমদ, বিশিষ্ট মুরব্বি নেওয়াজ উদ্দিন, শফিকুর রহমান, ফজলুল করিম ফুল মিয়া, ইকবাল আহমদ। বক্তব্য রাখেন সহকারী শিক্ষক রতিন্দ্রনাথ কাবুল, জ্যোতিরময় চৌধুরী, আব্দুশ শুকুর, রাশেন্দ্র নারায়ন তালুকদার, অভিভাবক হামিদুর রহমান খোরাশানী, লয়লুস চৌধুরী। শুরুতে কোরআন তেলাওয়াত করেন শিক্ষক শামীম আহমদ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual5 Ad Code