১০ অক্টোবর মাঠে থাকবে জেলা আওয়ামী লীগ

প্রকাশিত: ১১:৪৫ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০১৮

১০ অক্টোবর মাঠে থাকবে জেলা আওয়ামী লীগ

২১ আগস্ট গ্রেনেড হামলার রায়কে কেন্দ্র করে যে কোন ধরনের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে জনগণকে সাথে নিয়ে রুখে দাঁড়াতে আগামী ১০ অক্টোবর সিলেটের রাজপথে থাকবেন জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।

রোববার সন্ধ্যা ৬টায় নগরীর জেলা পরিষদ মিলনায়তনে সিলেট জেলা আওয়ামী লীগ আয়োজিত সভায় একই সাথে জেলার সবকটি উপজেলার নেতাকর্মীদেরও মাঠে থাকার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সভার শুরুতে প্রয়াত সিলেট জেলা আওয়ামীলীগের সাবেক উপদেষ্টা শাহ আজিজুর রহমান, সহ সভাপতি আমির উদ্দিন চৌধুরী সাদেক, কৃষি বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুল বাছিত, সদস্য জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. আব্দুল্লাহ স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

সিলেট জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমানের সভাপতিত্বে ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সাবেক সাংসদ সৈয়দা জেবুন্নেছা হক, সদর উপজেলা চেয়ারম্যান জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আশফাক আহমদ, সহ সভাপতি মাশুক উদ্দিন আহমদ, শাহ ফরিদ আহমদ, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এডভোকেট নিজাম উদ্দিন, অধ্যক্ষ সুজাত আলী রফিক, এডভোকেট নাসির উদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল, এডভোকেট শাহ মোশাহিদ আলী, মোহাম্মদ আলী দুলাল, সাইফুল আলম রুহেল, এডভোকেট মাহফুজুর রহমান, জগলু চৌধুরী, ফারুক আহমদ, কবির উদ্দিন আহমদ, এডভোকেট ইশতিয়াক আহমদ চৌধুরী, এমাদ উদ্দিন মানিক, নুরুল আমিন, মফিজুর রহমান বাদশা, এ. আর. সেলিম, এডাভোকেট আজমল আলী, মহিলা আওয়ামীলীগ নেত্রী রুবি ফাতেমা ইসলাম, শামসুন্নাহার মিনু, আব্দুল হাসিব মনিয়া, কেন্দ্রীয় শ্রমিক লীগের সহ সভাপতি ও জেলা শ্রমিকলীগের সভাপতি প্রকৌশলী এজাজুল হক এজাজ, সাধারণ সম্পাদক শামীম রশীদ চৌধুরী, জেলা যুবলীগ সভাপতি শামীম আহমদ, সাধারণ সম্পাদক খন্দকার মহসিন কামরান, নিজাম উদ্দিন প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট