জঙ্গিবাদ প্রতিরোধ ও উন্নয়ন ধারা অব্যাহত রাখতে সিলেট আ.লীগকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত: ৫:৫১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০১৬

যুক্তরাজ্য থেকে চিকিৎসা শেষে দেশে ফেরার পথে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রাবিরতিকালে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ। রোববার সকাল ১০টা ৫ মিনিটে তিনি সিলেট ওসমানী বিমানবন্দরে এসে পৌঁছান।  যাত্রাবিরতিকালে রাষ্ট্রপতি সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে দেশের উন্নয়ন অগ্রযাত্রা যাতে ব্যাহত না হয়, সেদিকে নজর রাখার জন্য তিনি সিলেট আওয়ামী লীগের নেতৃবৃন্দকে আহ্বান জানান। এছাড়া অন্যান্য আরো অনেক বিষয় নিয়ে বিস্তর আলোচনা হয় বলে জানান সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ।

তিনি আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে কুশল বিনিময়কালে তাঁর সুস্থতার জন্য সিলেটবাসীর কাছে দোয়া কামনাও করেন।

এসময় উপস্থিত ছিলেন- সিলেট জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট মো. লুৎফুর রহমান, মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সংসদ সদস্য ইমরান আহমদ চৌধুরী, মাহমুদ-উস-সামাদ চৌধুরী কয়েস, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজ বক্স।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট