সিলেট মহানগর বিএনপির জরুরী সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১২:০৫ পূর্বাহ্ণ, অক্টোবর ২, ২০১৮

সিলেট মহানগর বিএনপির জরুরী সভা অনুষ্ঠিত

সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, ‘সরকারের দুঃশাসনে দেশ-জাতি আজ গভীর সংকটে। সরকার গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে ষড়যন্ত্রমুলক মামলায় কারাগারে আটকে রেখে সংকটকে আরো গভীর করেছে। এই সংকট মোকাবেলায় বিএনপি ৭ দফা দাবী ঘোষণা করেছে। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, তারেক রহমানের বিরুদ্ধে দেয়া ফরমায়েশি সাজা বাতিল ও বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলাসমূহ প্রত্যাহার, আটক নেতাকর্মীদের মুক্তি ও সংসদ ভেঙ্গে দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে বিএনপি ঘোষিত ৭ দফা দাবী মানতে সরকারকে বাধ্য করা হবে। ৭ দফা দাবী বাস্তবায়নের আন্দোলনে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে ঝাপিঁয়ে পড়তে হবে।’

তিনি বলেন, ‘বিএনপির কেন্দ্র ঘোষিত আগামী বৃহস্পতিবারের বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠান সফল করতে মহানগর বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে।’

সোমবার সিলেট মহানগর বিএনপি আয়োজিত জরুরী প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মহানগর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত্ চৌধুরী সাদেকের পরিচালনায় নগরীর জিন্দাবাজারস্থ মহানগর বিএনপির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় মহানগর বিএনপির কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দ ছাড়া অঙ্গ ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সভায় বক্তব্য রাখেন- মহানগর বিএনপির সহ-সভাপতি হুমায়ুন কবির শাহীন, সহ-সভাপতি জিয়াউল গণি আরেফিন জিল্লুর, রেজাউল হাসান কয়েস লোদী, আব্দুস সাত্তার, জিয়াউল হক জিয়া, আব্দুর রহিম, বাবু নিহার রঞ্জন দে, সুদীপ রঞ্জন সেন বাপ্পু, যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট শামীম সিদ্দিকী, আলী হোসেন বাচ্চু, এডভোকেট আতিকুর রহমান সাবু, কোষাধ্যক্ষ এডভোকেট আবুল ফজল, সাংগঠনিক সম্পাদক মুকুল মোর্শেদ ও মাহবুব চৌধুরী, দফতর সম্পাদক সৈয়দ রেজাউল করিম আলো, প্রচার সম্পাদক শামীম মজুমদার, ছাত্র বিষয়ক সম্পাদক নুরুল আলম সিদ্দিকী খালেদ, মহানগর মহিলা দল সভানেত্রী জাহানারা ইয়াসমিন ও সাধারণ সম্পাদিকা নিগার সুলতানা ডেইজী, মহানগর ওলামা দল সভাপতি মাওলানা মঈনুদ্দিন ফয়েজ ও সাধারণ সম্পাদক মাওলানা মাসুদ আহমদ, মহানগর ছাত্রদল সভাপতি সুদীপ জ্যোতি এষ ও সাবেক ছাত্রনেতা কয়েস আহমদ প্রমুখ।

সভায় আগামী বৃহস্পতিবার মহানগরে বিএনপি কেন্দ্র ঘোষিত বিক্ষোভ কর্মসূচী ও স্মারকলিপি প্রদান কর্মসূচী সফলের ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট