কওমী মাদরাসার সনদের বিল পাস হওয়ায় সিলেট নগরীতে শোকরানা মিছিল

প্রকাশিত: ৫:১১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০১৮

কওমী মাদরাসার সনদের বিল পাস হওয়ায় সিলেট নগরীতে শোকরানা মিছিল

আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কাওমিয়া বাংলাদেশের অধিনে কওমী মাদরাসা সমূহের দাওয়ায়ে হাদীস তাকমিলের সনদকে মাষ্টার্স ডিগ্রি (ইসলামিক স্টাডিজ ও আরবি সমমান প্রদান) বিল সংসদে পাশ হওয়ায় জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজিরবাজার সিলেটের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিনন্দন জানিয়ে শোকরানা মিছিল অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার দুপুরে জামেয়ার ভাইস প্রিন্সিপাল মাওলানা সামীউর রহমান মুসার নেতৃত্বে মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কোর্ট পয়েন্টে এসে সংক্ষিপ্ত সভায় মিলিত হয়।

জামেয়ার ভাইস প্রিন্সিপাল মাওলানা সামীউর রহমান মুসার সভাপতিত্বে এবং শিক্ষক ও সাবেক জি.এস মাওলানা ফাহাদ আমানের পরিচালনায় মিছিল পরবর্তী সভায় বক্তব্য রাখেন- জামেয়ার শিক্ষক মাওলানা আব্দুল খালিক, মাওলানা ফেদাউর রহমান দিদার, মাওলানা হারুনুর রশীদ, সাবেক জি.এস হাফিজ মাওলানা ফয়সল আহমদ, সাবেক জি.এস হাফিজ ইকরামুল হক জুনাইদ, জি.এস হাফিজ উবায়দুর রহমান নাহিদ, সাবেক এ.জি.এস হাফিজ মিজানুর রহমান প্রমুখ।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট