তামিমের সন্ধান দিয়ে ২০ লাখ টাকা জিতে নিল পুলিশ

প্রকাশিত: ৩:৫৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০১৬

জঙ্গি তামিম চৌধুরীর সন্ধান দিয়ে ২০ লাখ টাকা জিতে নিল পুলিশেরই কয়েকজন সদস্য। এর আগে তামিমকে ধরতে ২০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল।

তবে নিরাপত্তার স্বার্থে তাদের নাম এবং পরিচয় প্রকাশ করেনি বাহিনীটি।

বুধবার পুলিশ সদর দপ্তরে তাদের হাতে পুরস্কার তুলে দেন পুলিশের মহাপরিদর্শক-(আইজিপি) কে এম শহীদুল হক।

পুলিশ জানায়, পুরস্কার পাওয়া পুলিশ সদস্যদের কাছ থেকে তথ্য পেয়ে ২৬ আগস্ট গভীর রাতে নারায়ণগঞ্জের পাইকপাড়ায় দেওয়ান বাড়ি ঘিরে ফেলেন যৌথবাহিনীর সদস্যরা। পরে সেখানে সফল অভিযানে তামিমসহ জঙ্গি নিহত হয়।

প্রসঙ্গত, গত ২ আগস্ট আইজিপি জঙ্গি তৎপরতায় নেতৃত্ব দেয়া তামিম চৌধুরী ও চাকরিচ্যুত সেনা কর্মকর্তা জিয়াউল হককে ধরিয়ে দিলে বা তাদের বিষয়ে তথ্য দিলে পুলিশ সদরদপ্তর ২০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছিলেন। এ পুরস্কার ঘোষণার ২৫ দিনের মাথায় তামিম চৌধুরীর আস্তানার সন্ধান পায় পুলিশ। তবে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হকের সন্ধান এখনো মেলেনি বলে জানিয়েছে পুলিশ।

আইজিপি জানান, জিয়াউল হকের বিষয়ে তথ্য দিয়ে পুরস্কার জেতার সুযোগ এখনো রয়ে গেছে সবার জন্য।