দেখা করতে কারাগারে মীর কাসেম আলীর পরিবার

প্রকাশিত: ৫:৩৪ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০১৬

গাজীপুর: মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ড বহাল থাকা জামায়াতে ইসলামীর নেতা মীর কাসেম আলীর সঙ্গে সাক্ষাৎ করতে কাশিমপুর কারাগারে পৌঁছেছেন তার পরিবারের সদস্যরা।

ঘটনাস্থল থেকে আমাদের প্রতিবেদক জানান, বুধবার পৌনে ১১টার দিকে ঢাকা থেকে কাশিমপুরের পথে রওয়ানা হন তারা।

এরপর সেখানে পৌঁছে আনুষ্ঠানিকতা শেষে দুপুর ২টার পরে মীর কাসেমের সাথে সাক্ষাৎ করতে কারাগারে প্রবেশ করেন তারা। পরিবারের সদস্যদের মধ্যে রয়েছেন মীর কাসেম আলীর স্ত্রী খন্দকার আয়েশা খাতুন, পুত্রবধূ সায়েদা ফাহমিদা আক্তার ও তাহমিনা আক্তার, মেয়ে তাহেরা তাসমিমসহ আরো কয়েকজন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট