গাড়িবহরে হামলায় মার্কিন দূতাবাসের বিবৃতি

প্রকাশিত: ৪:১৭ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০১৮

গাড়িবহরে হামলায় মার্কিন দূতাবাসের বিবৃতি

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গাড়িকে লক্ষ্য করে মোটরসাইকেল আরোহীসহ একদল দুর্বৃত্ত হামলা চালিয়েছে।রবিবার মার্কিন দূতাবাসের দেওয়া এক বিবৃতিতে এ কথা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, শনিবার রাতে রাজধানী ঢাকার মোহাম্মদপুর এলাকায় হওয়া হামলায় রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট, তার গাড়িচালক ও নিরাপত্তা কর্মকর্তাদের কোনো ক্ষতি না হলেও দুটি গাড়ির কিছুটা ক্ষতি হয়েছে। এ ঘটনায় পেশাগত দায়িত্ব পালনের জন্য ঢাকা মহানগর পুলিশ ও নিরাপত্তা কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে মার্কিন দূতাবাস। কারা হামলা চালিয়েছে, এ বিষয়ে কিছু জানা যায়নি।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট