এ বিষয়ে জানতে চাইলে ওসি গোয়াইনঘাট মোঃ দেলওয়ার হোসেন সাংবাদিকদের জানান রাত ৩ টার দিকে গোপন সংবাদে জানতে পারি সংগ্রামপুঞ্জি এলাকায় স্টেলিং এর নেতৃত্বে একদল সন্ত্রাসী নাশকতা ও অস্ত্র আদান-প্রদান নিয়ে গোপন বৈঠক করছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ নিয়ে অভিযান চালালে সন্ত্রাসীরা পুলিশের উপর গুলি ছুড়ে। এ সময় পুলিশও পাল্টা ১৮ রাউন্ড গুলি চালায়। এঘটনায় ৭ পুলিশ সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে ২টি বিদেশী পিস্তল, ১টি কাটা বন্দুক, ১টি ¯œায়পার গান, ২৩ রাউন্ড গুলি, ২টি রামদা, ৩টি খাসিয়া দা, ২টি ছোরা উদ্ধারসহ স্টেলিং নামের এক ছাত্রদল নেতাকে আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।